The effect of water on hot disc brakes

সেপ্টেম্বর 11, 2021

The effect of water on hot disc brakes

আমি অনেকেই দেখেছি পাহাড়ে বাইক চালানোর সময় বাইকের ডিস্ক ব্রেক গরম হলে পানি দিতে। স্বাভাবিক ভাবেই ডিস্ক বা ড্রাম ব্রেক গরম হলে এর কার্যকারিতা লোপ পায়। আর এই গমর থেকে ডিক্স কে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে অনেকেই ডিস্কে পানি দিয়ে থাকেন।

আজকের আলোচনা থেকে এটা জানার চেস্থা করবো, গরম ডিস্কে পানি দিলে এর প্রভাব কি হতে পারে?

তাপমাত্রা পরিবর্তনের প্রভাব :

উত্তপ্ত ইঞ্জিনে পানি ঢালা বা ব্যবহার করা আসলেই একটি ক্ষতিকর অভ্যাস। কিন্তু আমরা না জেনে না শুনে এই কাজই করে আসছি বহুদিন ধরে। উত্তপ্ত ইঞ্জিনে ঠান্ডা পানি ঢাকলে তাপমাত্রার যে পরিবর্তন ঘটে তা পদার্থে ঠিক কতটা প্রভাব ফেলবে একটু জেনে নেওয়া প্রয়োজন।

পদার্থের উপর তাপের সরাসরি প্রভাব রয়েছে। যখন কোন পদার্থের তাপমাত্রা বাড়ানো হয় তখন পদার্থের মধ্যকার অনুগুলো তার স্থানে কাঁপতে থাকে। তাপমাত্রা আরো বাড়ানো হলে তাপের অনুপাতে অনুগুলোর কম্পন আরো বেড়ে যায়। আর একটা নির্দিষ্ট তাপমাত্রার পর অনুগুলোর কম্পন বেড়ে গিয়ে নিজের স্থান থেকে সরে যায়। আর এই অবস্থার প্রেক্ষিতে পদার্থ কঠিন অবস্থা থেকে তরল, আর তরল অবস্থা থেকে বায়বীয় পদার্থে রুপ নেয়; আর তাদের বৈশিষ্ট্যে আমূল পরিবর্তন আসে। আর এই প্রক্রিয়ায় পদার্থের আকার আকৃতিতেও নাটকীয় পরিবর্তন ঘটে।

আবার অপরদিকে যখন পদার্থের তাপমাত্রা কমানো হয় তখন উল্টো প্রক্রিয়া ঘটে। সেক্ষেত্রে পদার্থের অণুগুলো ঘন সন্নিবেশিত হয়ে পড়ে। যার ফলে তাদের মধ্যের যে ফাঁক গুলো ছিলো সেগুলো একেবারেই কমে যায়। আর সাধারণত তাপ হ্রাসের শেষ অবস্থায় লক্ষ্য করা যায় অনুগুলো তাদের নিজস্ব আকর্ষণ হারিয়ে ফেলে। ফলে পদার্থ তার নিজস্ব শক্তি, নমনীয়তা হারিয়ে এক ভঙ্গুর প্রকৃতি ধারণ করতে বাধ্য হয়।

সাধারন বিজ্ঞানের আলোচনার পর প্রশ্ন এসে যায় যদি খুব দ্রুত কোন পদার্থের তাপমাত্রার পরিবর্তন ঘটানো হয় তখন আসলে কি ঘটে?

মূলত: এই দ্রুত তাপমাত্রার পরিবর্তনে তরল ও বায়বীয় পদার্থ সমানুপাতিকহারে সাড়া দেয়। এক্ষেত্রে তাদের অনুগুলো দ্রুত স্থান পরিবর্তন করে, পদার্থের ঘনত্ব কমে যায় আর পরিসরে বৃদ্ধি পায় এবং শেষতক তাদের নির্দিষ্ট আকৃতি লোপ পায় আর বাষ্পীভুত হয়।

তবে বায়বীয় ও তরল পদার্থের প্রমিত তাপমাত্রা নিশ্চিত করলে তারা পূর্বের অবস্থায় ফিরে যায়। তবে সাধারনত কঠিন পদার্থ বিশেষকরে ধাতব পদার্থের উপর তাৎক্ষনিক তাপমাত্রার পরিবর্তন ধীর আর যথেষ্ট নেতিবাচক। আর প্রভাব আরো খারাপ হয় যখন ধাতব পদার্থের উপর আংশিকভাবে তাৎক্ষনিক তাপমাত্রার পরিবর্তন ঘটানো হয়।

কঠিন পদার্থের তাৎক্ষনিক তাপমাত্রার বৃদ্ধিতে অনুগুলো সেই অনুপাতে যথেষ্ট দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারেনা। আর তাপমাত্রা আকষ্মিক হ্রাসেও ছড়িয়ে কাঁপতে থাকা অনুগুলো সেই অনুপাতে অনেকাংশেই দ্রুত স্বস্থানে ফিরে আসতে পারেনা।

মূলত এধরনের অবস্থার প্রেক্ষিতেই কঠিন পদার্থ তার প্রমিত তাপমাত্রার কিছু গুনাবলী হারিয়ে ফেলে। এর ফলশ্রুতিতে পদার্থ তার স্বাভাবিক শক্তি, নমনীয়তা হারিয়ে ভঙ্গুর হয়ে পড়ে। সুতরাং এখানে আকষ্মিক তাপমাত্রা পরিবর্তনের বিপজ্জনক মাত্রাটা সহজেই অনুমেয়। আর বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় থার্মাল শক, যেটা ধাতব পদার্থে বিশেষ প্রভাব ফেলে।

এ পর্যন্ত আমাদের আলোচনায় উঠে এলো তাপমাত্রা পরিবর্তনের প্রভাবের ফলে কি হতে পারে এবং কঠিন পদার্থে দ্রুত তাপ পরিবর্তন হলে কি হয়ে থাকে এই দুটো ব্যাপার। কিন্তু আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো বাইকের উত্তপ্ত ডিস্ক ব্রেকে ঠান্ডা পানির প্রভাব নিয়ে আলোচনা করা।

কিন্তু এই বিষয়টার সাথে আমাদের আলোচনায় প্রথম দুটি ব্যাপার জড়িয়ে আছে বিধায় আমরা এমন আলোচনা করেছি। তাহলে চলুন এবারের আলোচনায় জানা যাক বাইকের উত্তপ্ত ডিস্ক ব্রেকে ঠান্ডা পানির প্রভাব কেমন।

বাইকের উত্তপ্ত ডিস্ক ব্রেকে ঠান্ডা পানির প্রভাব :

একটি বাইকের উত্তপ্ত ডিস্ক ব্রেকে ঠান্ডা পানি ঢেলে দিলে আসলে কি ঘটতে পারে? একটি গরম ডিস্ক ব্রেকে পানি ঢেলে দিলে বাহ্যত আপনারা দেখবেন পানি দ্রুত বাষ্পিভুত হয়ে যাচ্ছে।

এই ক্ষেত্রে পানি খুব ডিস্কের ক্রাঙ্ককেস এর উপরিভাগ থেকে তাপ শোষন করে বাস্পীভুত হয় ।কিন্তু বিপজ্জনক বিষয় হলো ক্রাঙ্ককেসের ভেতরের তলে উচ্চ তাপমাত্রাই থেকে যায়। ফলে একই ক্রাঙ্ককেসের একই স্থানে ভিন্ন তলে তাপমাত্রার প্রচন্ড বৈষম্য সৃষ্টি হয়।

আর আরো বিপদজনক বিষয় হলো ঢেলে দেয়া পানি পুরো ডিস্ক থেকে তাপমাত্রা শোষন না করে কেবল ঢেলে দেয়া অংশ হতে তাপ শোষন করে। সুতরাং এক্ষেত্রেও তাপমাত্রার বৈষম্য প্রকট হয় আর ডিস্ক প্রচন্ড থার্মাল শকের শিকার হয়। এই অবস্থায় অনেকেই হয়তো বলতে পারেন যে তারা বহুবার এমন করেছেন তবে আজ পর্যন্ত তাদের বাইকের ব্রেকে কিছু হয়নি তো! তবে সচেতন হবার এমন প্রশ্নই বা আসছে কেন?

উত্তরে বলতে হয়, তারা অনেকটাই ভাগ্যবান যে বাইকের ধাতব উপাদান এমন শক্ সহ্য করার মতো যথেষ্ট শক্তিশালী ও সহনশীল। তবে এও সত্য যে এই সব অবিবেচনা প্রসূত বাজে অভ্যাসের ক্ষতিকর ফল সুদুরপ্রসারী। তবে চলুন দেখে নেয়া যাক উত্তপ্ত ডিস্ক ব্রেকে ঠান্ডা পানির প্রভাব কেমন হতে পারে।

উত্তপ্ত ডিস্ক ব্রেকে ঠান্ডা পানি পড়লে কি ঘটতে পারে :

* যদি আপনি গরম ডিস্ক ব্রেকে পানি দেন, ডিস্কে ফাটল তৈরি করতে পারে। আরও গুরুত্বপূর্ণ, পানি ডিস্ক রোটারকে স্পর্শ করবে এবং এটি ফাটল বা বিকৃত হয়ে উঠবে। ব্রেক ক্যালিপারগুলি অ্যাসেম্বলির ভিতরে থাকে তাই বাস্তব জীবনে সত্যিই প্রভাবিত হয় না। গরম ডিস্কে পানি দিয়ে ঠান্ডা করার পধত্তি সত্যি একটা খারাপ উপায়।

* উত্তপ্ত ডিস্ক ব্রেকে ঠান্ডা পানি ঢেলে দিলে ক্রমে ডিস্কের এর স্বাভাবিক শক্তি ও নমনীয়তা হারায় আর ভঙ্গুর হয়ে পড়ে।

* উত্তপ্ত ডিস্ক ব্রেকে পানির প্রভাব এ ডিস্কের খাঁজ, বোল্ট ও অন্যান্য অংশে মরিচা, ক্ষয় ও মলিনতা দেখা দেয়।

* এটা ডিস্ক ব্রেকের আয়ু কমিয়ে দেয় ও ডিস্ক ব্রেকের সিরামিক জ্যাকেট ভঙ্গুর করে তোলে।

আমাদের উচিত বাইকের সকল বিষয়ে যত্নশীল হওয়া এবং সঠিক নিয়ম মেনে বাইক চালানো। বাইকের উত্তপ্ত ডিস্ক ব্রেকে ঠান্ডা পানির প্রভাব সম্পর্কে অনেকেই অবগত ছিলেন না। কিন্তু এই আলোচনায় সব উঠে এসেছে।

কাজেই নিজের মনগড়া নিয়মে না গিয়ে সঠিক নিয়ম মেনে চলুন তবেই বাইক আপনাকে সর্বোচ্চ ভালো সার্ভিস দিয়ে যাবে লম্বা সময়।