5 Motorcycle Maintenance Tasks You Can Do Yourself

আগস্ট 17, 2021

5 Motorcycle Maintenance Tasks You Can Do Yourself

মোটরসাইকেলের, নিজে নিজে একটু রক্ষণাবেক্ষণ আপনার অর্থ সাশ্রয় করতে পারে এবং আপনাকে নিরাপদ রাখতে সাহায্য করতে পারে।

“আমি এটা জেনে পছন্দ করি যে আমি আমার মেশিনের তত্ত্বাবধায়ক, আমি যখনই বাইক চালাই তখন আত্মবিশ্বাসের অনুভূতি থাকে যে সবকিছু ঠিক আছে।” বলছিলেন ওমর ফারুক, যিনি FZS V3 চালান।

আপনার চালানোর ধরন ও বাইকের মডেল উপর নির্ভর করে এই প্রতিটি কাজের প্রয়োজনীয়তা পরিবর্তিত হতে পারে। সবচেয়ে ভালো হয় আপনি এই কাজ গুলা শুরু করার আগে বাইকের সাথে দেওয়া অনার্স ম্যানুয়াল টা ভালো মত চোখ বুলিয়ে নিলে।

যাইহোক, কথা বেশি না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি।

ইঞ্জিন অয়েল পরিবর্তন

ভালোবাসার বাইকটির ইঞ্জিন টিকে সঠিক এবং স্বাস্থ্যকর রাখতে একটা নির্দিষ্ট সময় পর পর বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়। আপনি আপনার বাইকে কি ব্র্যান্ডের এবং কোন গ্রেডের ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন এবং কত কিলোমিটার পর পর সেই ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন এই সংক্রান্ত বিস্তারিত জানতে আপনি আপনার বাইকের অনার্স ম্যানুয়ালটা আর একবার চোখ বুলিয়ে নিন।

ইঞ্জিন অয়েল পরিবর্তনের জন্য প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ৫মিনিট চালিয়ে হালকা গরম করতে হবে।এর অন্যতম প্রধান সুবিধা হচ্ছে আপনি যখন ইঞ্জিন থেকে অয়েল নিঃসরণ করবেন তখন সঠিকভাবে এবং পুরোপুরিভাবে ইঞ্জিন থেকে ইঞ্জিন অয়েল নিঃসরিত হবে। ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় অয়েল ফিল্টার চেক করে দেখতে পারেন যদি প্রয়োজন হয়, পরিবর্তন করে নিবেন।

এয়ার ফিল্টার পরিবর্তন

আমরা সবাই কমবেশি জানি বাইকের ইঞ্জিনের মধ্যে এয়ার এবং ফুয়েল বার্ন হয়ে শক্তি উৎপাদন করে এবং এই শক্তি পেছনের চাকায় সঞ্চালিত হয়ে বাইক সামনের দিকে এগিয়ে যায়।

বার্ন এর জন্য বাইকের প্রয়োজন হয় বিশুদ্ধ এবং নিরাপদ বাতাস ।যে কাজটা মূলত করে বাইকের এয়ার ফিল্টার। প্রতিবার সার্ভিসের সময় আপনি এয়ার ফিল্টার টা পরিষ্কার করে নিতে পারেন। প্রয়োজনে পরিবর্তন করে নিতে পারেন।

টায়ার প্রেসার

এটা নিয়ে আমাদের বিস্তারিত বেশ কয়েকটি আর্টিকেল রয়েছে আমাদের ওয়েবসাইটে আমি লিংকগুলো নিচে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আমি এখানে সংক্ষিপ্ত আলোচনা করছি।

টায়ার প্রেসার নিয়ে চিন্তিত?

বাইকের সঠিক মাইলেজ, ইঞ্জিনের স্বাস্থ্য, ইঞ্জিন সাউন্ড এ সংক্রান্ত সকল কিছু নির্ভর করে বাইকের টায়ার প্রেসার এর উপর।

সুতরাং একটা নির্দিষ্ট সময় পরপর বাইকের টায়ার প্রেসার চেক করতে হবে।

কুলার পরিবর্তন

মোটরবাইকের দের মধ্যে নতুন অথবা পুরাতন যেই হোক না কেন মোটর বাইকের ইঞ্জিন যদি গরম হয় সেক্ষেত্রে সবাই কিন্তু এটা নিয়ে বিরক্তি প্রকাশ করেন। আর এই ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে কুলিং সিস্টেম।

আপনার বাইক যদি অয়েল কুলিং সিস্টেম থাকে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরপর সেই অয়েল পরিবর্তন করতে হবে বা যদি আপনার বাইক এয়ার কুলিং সিস্টেম থাকে সেক্ষেত্রে এয়ার কুলিং সঠিকভাবে কাজ করছে কিনা সেটাও নির্দিষ্ট সময় পরপর চেক করতে হবে।

মোটর বাইক পরিষ্কার

সবশেষে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে বাইকটাকে সবসময়ই পরিষ্কার রাখতে হবে। বাইক রাস্তায় বের করলে বৃষ্টি বা কাঁদার মধ্যে চালালে বাইক ময়লা হবে ঠিকই কিন্তু, বাসায় এনে সাথে সাথে পরিষ্কার করে রাখতে হবে যতটুকু সম্ভব।

আপনি যদি নিয়মিত এই কাজগুলো নিজেই করতে পারেন সেক্ষেত্রে আপনি দুটো বড় বড় সুবিধা পাবেন।

প্রথম হচ্ছে আপনার অর্থ বেঁচে যাবে, কারণ ইঞ্জিন অয়েল পরিবর্তন, এয়ার ফিল্টার পরিবর্তন, বাইক পরিষ্কার করা সংক্রান্ত বিভিন্ন যে খরচ গুলো রয়েছে সেগুলো কমে যাবে।

পাশাপাশি আরেকটা বড় সুবিধা পাবেন যে এটা সবারই আমাদের দরকার সেটা হচ্ছে আপনার বাইকটা দীর্ঘদিন ধরে ভালো পারফরম্যান্স দিবে আপনাকে।