5 Action cameras within budget

আগস্ট 22, 2021

5 Action cameras within budget

অ্যাকশন ক্যামেরা কিনতে গেলে আমরা কনফিউস হয়ে যাই। আর তারা আরো বেশি কনফিউস হোন যাদের বাজেট কম। কারণ বাজেট কম হলেও ভালো প্রোডাক্ট কিনতে চান সবাই।

বাজেট কম মানে যেকোনো প্রোডাক্টের কোয়ালিটিও কমে যাওয়া। তবে এখন আমরা আপনাদেরকে ৫ টা অ্যাকশন ক্যামেরা নিয়ে বলতে যাচ্ছি যা আপনার বাজেটের মধ্যে ভালো পারফরমেন্স দিবে।

শুরুতেই আসেন অ্যাকশন ক্যামেরা কি তা সম্পর্কে ধারনা নেই

ডিএসএলআর বা সাধারণ যেকোনো ক্যামেরার মতোই একটা ক্যামেরা হলো অ্যাকশন ক্যামেরা। তবে এই ক্যামেরার পপুলারিটির মূল কারণ এটা খুবই ছোট এবং সহজে যেকোনো জায়গায় সেট করা যায়।

আপনি আপনার মাথায় বা বুকে যেকোনো যায়গায় রেখে ভিডিও শ্যুট করতে পারেন যেটার মাধ্যমে রিয়েলিস্টিক ভিউ পাওয়া যায়। মানে আপনার চোখে যেভাবে দৃশ্য দেখছেন সেভাবে অন্যদেরও দেখাতে পারবেন। অ্যাকশন ক্যামেরা সম্পর্কে এমন ধারণাই এর পপুলারিটির মূল কারণ।

পাশাপাশি এই ক্যামেরাতে ঝাকিরোধক ফিচার থাকে জাতে স্বাভাবিকের চেয়ে বেশি ঝাকি খেলেও ভিডিও ঠিক থাকে।

EKEN H9R অ্যাকশন ক্যামেরা

দাম মাত্র ৪০০০ টাকা!

চোখ বন্ধ করে একে ৯/১০ দেয়া যায়। এই দামে কি নাই এই ক্যামেরায়! ডিসপ্লে আছে, ওয়াটারপ্রুফ বক্স আছে!

যেকোনো একশন ক্যামেরায় ব্যাটারি ক্যাপাসিটি সাধারণত কম হয়। এই দামে এই ক্যাপাসিটি মন্দ না। অনেক সময় চার্জ থাকে।

যারা পানির নিচে শ্যুট করতে চান তাদের জন্য তো এই ক্যামেরা সোনায় সোহাগা! সাথে ওয়াটারপ্রুফ কেস/বক্স থাকবে। ফ্রি একদম।

ThiEYE I60E অ্যাকশন ক্যামেরা

এটা ৪কে রেজুলেশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে সক্ষম। এই ক্যামেরা দিয়ে তোলা ছবি যথেষ্ট ডিটেইল থাকে।

এটা দিয়ে ৪এক্স পর্যন্ত জুম করতে পারবেন। এমনকি ভিডিও শ্যুট করার মাঝেও জুম বাড়াতে কমাতে পারবেন। কম দামে এই ফিচারটি আসলেই ভালো। এটা দিয়ে ১৭০ ডিগ্রি এঙ্গেল পর্যন্ত ছবি তোলা যায়। এর স্লো মো ফিচারটিও ভালো কাজ করে।

এটাকে খুব দ্রুত রিলিজ করে ৩৬০ ডিগ্রি পর্যন্ত মুভ করাতে পারবেন।

যাদের বাজেট ৬০০০/৬৫০০ এর মধ্যে তারা এই ক্যামেরাটি কিনতে পারেন।

EKEN H7 Pro

এই ক্যামেরার স্পেসিফিকেশন থেকে শুরু করে এক্সেসরিজ সব কিছুই আগেরগুলোর মতো বা অনেক ক্ষেত্রে কম। কিন্তু এর দাম বেশি!

এই দামে শাওমি ওয়াই আই ২কে ডিভাইসটি অনেক ভালো। তবে শাওমি ওয়াই আই ২কে ক্যামেরাটি ৪কে ভিডিও শ্যুট করতে পারেনা। এবং সাথে তেমন কোনো এক্সেসরিজও দেয়না।

এতে ব্যবহার করা হয়েছে Panasonic 34112 Sensor. যার কারণে অনেক পারফেক্ট ছবি বা ভিডিও শ্যুট করতে পারবেন।

এটাতেও ২ ইঞ্চি টাচ ডিসপ্লে আছে। এই ক্যামেরায়ও আগের গুলোর মতো ১৭০ ডিগ্রি এঙ্গেলে ছবি উঠে। ১৪ মেগাপিক্সেলের হলেও আগেরগুলোর মতোই বিভিন্ন রেজুলেশনে ছবি তুলতে পারবেন।

দাম ৬৮০০ টাকা মাত্র!

EKEN H6s 4K Action Cam

এই অ্যাকশন ক্যামেরাটি দাম অনুযায়ী ভালো।

এর ছবির কোয়ালিটি দাম অনুযায়ী পারফেক্ট। আইপিএস ডিসপ্লে আছে ২ ইঞ্চি । টাইমলেপস রেকর্ডিং হয়। রিমোট কন্ট্রোলার আছে।

আপনার বাজেট যদি ৮০০০ টাকা হয় তাহলে এটা নিতে পারেন।

EKEN H5s 4K Ultra HD

এন্টি শেকিং টেকনোলজি আছে। ভিডিও করার সময় কাঁপাকাঁপি হবেনা। স্মুথ ভিডিও রেকর্ডিং হয়। ছবির কোয়ালিটি খুব ভালো। রিমোট কন্ট্রোলিং সুবিধা। সহজভাবে কন্ট্রোল করা যায়। ২ ইঞ্চি স্ক্রিন আছে। ব্যাটারি পারফর্মেন্স ভালো।

তবে ক্যামেরা ১২ মেগাপিক্সেল। এটা আরেকটু বাড়াতে পারতো ওরা।

দাম ৮৫০০ টাকা মাত্র!

এক নজরে সব গুলোর দাম

**ক্যামেরা মডেল**EKEN H9RThiEYE I60EEKEN H7 ProEKEN H6sEKEN H5s
**দাম**৪০০০ টাকা৬০০০ টাকা৬৮০০ টাকা৭৯০০ টাকা৮৫০০ টাকা

কমদামের প্রোডাক্ট হলে সবদিক দিয়ে ভালো হয়না। এগুলোর ক্ষেত্রেও একটা খারাপ দিক আছে। লো বাজেটের অ্যাকশন ক্যামেরাগুলো দিয়ে রাতে ভালো পারফর্মেন্স পাবেন না। ছবি বা ভিডিও কোনোদিকেই ভালো পারফর্মেন্স পাবেন না।