২ ভালভের ইঞ্জিন ভালো নাকি ৪ ভালভ?
January 15, 2023

Views
Shares
যারা মোটরবাইকের পার্ফমেন্স এবং খুটিনাটি নিয়ে জানতে অনেক কিউরিয়াস তাদের অনেক প্রশ্নের মধ্যে একটা মোস্ট কমন প্রশ্ন হলো ২ ভালভ ইঞ্জিন ভালো নাকি ৪ ভালভ ইঞ্জিন ভালো, আর যদি ৪ ভালভ ওয়ালা ইঞ্জিন ভাল হয় তাহলে সেটা কি কি কারনে ভালো। কোম্পানি কেন বেশিরভাগ বাজেট সেগমেন্টের বাইকে মাত্র ২ টি ভালব দেয়?
আসুন তাহলে ঘুরে আসি ইঞ্জিনের ভিতর থেকে আর জেনে আসি আসলে একটা ইঞ্জিনে কয়টি ভালভ থাকলে সবচেয়ে ভালো। তবে অতিরিক্ত টেকনিক্যাল টার্ম আর বেশি বিস্তারিত ঘাটবোনা, যেন আপনারা বোরিং ফিল না করেন৷ তাই সহজ ভাষায় আলোচনা করছি যেন সবাই মুল বিষয়টি দ্রুত বুঝতে পারেন।