Yamaha YZF R1M The Super bike
ফেব্রুয়ারি 16, 2021
Views
Shares
মটোজিপি, একটা স্বপ্ন, একটা ভালোবাসা।
আমি যখন মটোজিপিতে রেইস দেখি, মনের অজান্তেই ভাবতে শুরু করি নিজেকে একবারে সামনে অবস্থান করা মারকুইজ বা রসি কে।
হয়ত আমার মত এই রকম মতিভ্রম আপনারো হয় মাঝে মাঝে। আসোলে এটা ভাবাটা খুব বেশি অস্বাভাবিক না।
বাইকের সিরামিক কোটিং এর সুবিধা ও অসুবিধা
ABS ব্রেকিং এর সুবিধা ও অসুবিধা
ট্রেকে ঝর তুলতে না পারেন, মতিভ্রমের মাধ্যমে যদি সেই স্বাদের কাছাকাছি যাওয়া যায়, ক্ষতি কি?
মটোজিপিতে আপনি যে বাইক গুলোকে রেইস করতে দেখেন ঠিক সেই রকম একটা বাইক আপনার একবারে হাতের নাগালে। এইবার না হয় চালাতে নাইবা পারলেন, ছুয়ে দেখার অনুভুতে, সেটাই বা কম কিসে?
বাইকটি মূলত ACI Motors নিয়ে এসেছে প্রদর্শনের জন্য।
এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কলাবোরেটেড পার্টনার। ২০১৬ সালে ইয়ামাহা এসিআই মোটরস এর হাত ধরে বাংলাদেশের বাজারে নতুনভাবে যাত্রা শুরু করে।
টায়ারে জেল ভরার সুবিধা ও অসুবিধা
ইঞ্জিন গরম হবার কারন ও প্রতিকার
যাত্রার শুরু থেকেই ACI Motors এর কার্যক্রম একটু আলাদা।
বাইক বিক্রির পাশাপাশি বাইকারদের কাছাকাছি আসার একটা প্রয়াস থাকে তাদের মার্কেটিং পলিসিতে।
আসেন এই বাইকটা সম্পর্কে ধারনা নেওয়ায় যাক
মোটজিপিডেরিভড ক্রসপ্লেন ক্র্যাঙ্কশ্যাফ্ট ইঞ্জিন
998 সিসি ইনলাইন-ফোর-সিলিন্ডার ইঞ্জিনটিতে ইয়ামাহার এক্সক্লুসিভ ক্রস প্লেন ক্র্যাঙ্কশ্যাফট প্রযুক্তি রয়েছে যা ওয়াইজেডআর-এম 1 মোটোজিপি® মেশিন থেকে প্রাপ্ত। এই অনন্য ইঞ্জিনটির প্রতিটি দিকই রোমাঞ্চের জন্য নির্মিত।
ABS ব্রেকিং কি? কিভাবে কাজ করে ?
ডিজিটাল সুপারবাইক প্রযুক্তি
ইয়ামাহা বলছে আর 1 এম আছে চিপ কন্ট্রোলড থ্রোটল (YCC-T) সিস্টেম যা রাইডারের ইনপুটগুলিকে গতিতে রূপান্তরিত করে, IMU-powered চালিত ইলেক্ট্রনিক সিস্টেম গুলি চালানোর সময় আপনার আত্মবিশ্বাস আরো কয়েকধাপ বাড়াবে।
গিয়ার পরিবর্তনের সময় শব্দ হয় কেন?
বৈদ্যুতিন রেসিং সাসপেনশন
এই বাইকে উন্নত ERS সিস্টেম ব্যবহার করা হয়েছে, NPX গ্যাস-চার্জড যুক্ত ডেডিকেটেড সাসপেনশন কন্ট্রোল ইউনিট আপনাকে ব্রেকিং, কর্নারিং বা গতিবেগ যাই হোক না কেন সর্বোত্তম পারফরম্যান্সের প্রতিস্রুতি দিচ্ছে।
সুপারবাইক ব্রেক এবং টায়ার
YZF-R1M এ ট্র্যাক-ফোকাসযুক্ত টায়ার ও ব্রেকিং হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। শক্তিশালী 4-পিস্টন র্যাডিয়াল-মাউন্টড ফ্রন্ট ক্যালিপারস, স্টেইনলেস স্টিলের। আছে উচ্চ-ঘর্ষণ সহনশীল প্যাড এর 320 মিমি রোটার এবং একটি কমপ্যাক্ট এবিএস ইউনিট।
কিভাবে বাইকের টায়ারের স্থায়িত্ব বাড়াবেন?
দৃষ্টি নন্দন নজর কাড়া ডিজাইন
কার্বন ফাইবার ফ্রন্ট ফ্রেন্ডার, উইন্ডস্ক্রিন ফেয়ারিং, সাইড ফেয়ারিংস এবং টেল বিভাগের সাথে এয়ারবক্সের কভারের শীর্ষে একটি R1M নম্বরযুক্ত ব্যাজ সহ পুরো বাইকের ডিজাইন দৃষ্টি নন্দন ও নজর কাড়া।
আমাদের দেশে সি সি লিমিট থাকায় সুপার বাইক হয়ত আপনি সংগ্রহে রাখতে পারছেন না। ACI Motors এর এই উদ্যোগ এর ফলে সেই দুঃখ কিছুটা হলেও প্রশমিত হবে।