Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি

© 2025 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

টিপস

বাইকারদের প্রশ্ন এবং সার্জেন্টের উত্তর

এপ্রিল 18, 2022
view: 0
বাইকারদের প্রশ্ন এবং সার্জেন্টের উত্তর

আমরা যারা বাইকার তাদের মনে প্রায়ই বিভিন্ন প্রশ্ন উদয় হয়, যেমন সব কাগজ ঠিক থাকার পরেও মামলা দিলো কেন? ফগলাইট লাগালে মামলা হবে কি না, বাইকের রঙ পরিবর্তন করার সুযোগ আছে কিনা ইত্যাদি। এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেয়ার নির্ভরযোগ্য সোর্স পাওয়া মুশকিল। তবে যদি একজন পুলিশ সার্জেন্ট নিজে এসব প্রশ্নের উত্তর দেন তাহলে কেমন হয়?? আসুন জেনে নেই এমনই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর…

১. প্রশ্নঃ আমার গাড়ির সব কাগজ ঠিক আছে তাহলে কেন আমাকে অযথা মামলা দেয়া হল?

উঃ গাড়ির কাগজ ঠিক থাকলেই যে মামলা হবে না তা কিন্তু নয়। ট্রাফিক রুলস ভায়োলেশন করলে আপনার গাড়ির মামলা হবে। যেমন উল্টো পথে আসা, ওভারস্পিড সহ নানা কারনে মামলা হতে পারে।

  • জার্মানি দেশের অয়েল সমাচার ও আমাদের দেশের বাইকারদের কনফিউশ

২. প্রশ্নঃ লার্নার কার্ড দিয়ে গাড়ি চালানো যাবে কি?

উঃ কখনোই না। লার্নার কার্ড দেয়া হয় ড্রাইভিং শেখার জন্য রোডে গাড়ি চালানোর জন্য নয়।

৩. প্রশ্নঃ আমার হ্যালমেট গাড়িতে ছিল তাও হ্যালমেটের মামলা কেন দিল?

উঃ হ্যালমেট সাজিয়ে রাখার জন্য নয় পরিধান করে বাইক রাইড করুন।

  • অয়েল ফিল্টার নিয়ে কিছু কথা জেনে রাখা খুবই জরুরি

৪. প্রশ্নঃ গাড়ির সকল কাগজ আপডেট থাকার পরও কেন বাইক রেকার করল?

উঃ গাড়ির সকল কাগজ সাথে না থাকলে কিংবা শুধুমাত্র ফটোকপি থাকলে গাড়ি রেকার হবে কারন মামলা করতে হলে গাড়ির মিনিমাম একটি পেপারস আটক রাখতে হয় যেটি আপনি প্রদানে ব্যার্থ।

৫. প্রশ্নঃ গাড়িতে রেকার না লাগিয়ে কেন রেকার বিল নেয়া হল।

উঃ গাড়ির কোন কাগজ না থাকলে কিংবা রং পার্কিং এ গাড়ি রেখে চলে গেলে রেকার স্লিপ লেখা হয় কিন্তু রেকার দিয়ে ডাম্পিং প্লেসে না নিয়ে জরিমানা আদায় করা হয় কারন রেকার লাগালে আপনার গাড়ির ক্ষতি হবে আপনার গাড়ির কথা চিন্তা করে ও সাময়িক অসুবিধা থেকে মুক্ত করার জন্য স্লিপ দিয়ে নগদ জরিমানা নেয়া হয়।

  • হেলমেটের যত্ন না নিলে আপনার জীবন ঝুকিপুর্ন

৬.প্রশ্নঃ শোরুম থেকে গাড়ি কিনে কাগজ করতে দিয়েই কি AFR লিখে গাড়ি চালানো যাবে?

উঃ কাগজ ব্যাতিত আপনি গাড়ি চালাতে পারবেন না।

৭. প্রশ্নঃ ২৫০ টাকার ইন্স্যুরেন্সের ডেট শেষ হল বলে ২০০০ টাকার জরিমানা করলেন?

উঃ একারনেই ডেট চেক করা উচিত আর ইন্স্যুরেন্সের জরিমানা ২৫০০ টাকা। তবে সংশোধিত আইনে এখন আর ইন্সুরেন্স বাধ্যতামূলক নয় এবং ইন্স্যুরেন্স না থাকলে মামলাও হবে না।

  • ইঞ্জিন অয়েল লিক করে কেন

৮.প্রশ্নঃ আমার সব কাগজ ঠিক থাকার পরও সার্জেন্ট সাহেব অযথা আমাকে দাড় করিয়ে হয়রানি করেছে।

উঃ আপনার সব কাগজ ঠিক থাকলে এবং ট্রাফিক রুলস ভায়োলেশন না করলে আপনাকে কেউই মামলা দিতে পারবে না।

৯.প্রশ্নঃ আমার সহযাত্রীর হেলমেট না থাকায় কেন মামলা দিবে? এটা কবে থেকে চালু হলো?

উঃ মটরযান আইনের ১০০ ধারা অনুযায়ী আপনার সহযাত্রীর হেলমেট আবশ্যক নচেৎ জরিমানা।

  • কোন টায়ারটি শুধু আপনার জন্যই বানানো হয়েছে?

১০.প্রশ্নঃ আপনাদের রুলসের অভাব নাই। আকাশের যত তারা পুলিশের আইনের তত ধারা

উঃপুলিশ কি আইন বানায় বা প্রনয়ন করে?

১১. প্রশ্নঃ গাড়ির সব কাগজ ঠিক আছে, ট্রাফিক রুলস ভায়োলেশনও করিনি, আমার হেলমেটও আছে তবে কেন লুকিং গ্লাসের মামলা দিল?

উঃ লুকিং গ্লাস খুলে ফেলা কোন স্টাইল নয়। হেলমেটের মত এটাও আপনার সেফটির জন্য।

  • মোটর বাইকের ব্যাটারি কতদিন টিকে?

১২. প্রশ্নঃ আমার বাইকে হলার,বীকন লাইট ও ইমারজেন্সি হর্ন লাগানোর কারনে ১৫১ ধারায় এত বড় জরিমানা কেন করল?

উঃ হলার লাগালে শব্দ দূষন হয় একইসাথে সবার বিরক্তির কারন হয়ে দাড়ায়, যা মডিফাই করা হয় বলে হলার লাগালে ১৫১ ধারায় মামলা হয়। আবার বীকন লাইট,ইমার্জেন্সি হর্ন শুধুমাত্র ভিআইপি গাড়ি, প্রটোকলের গাড়ি ও এম্বুলেন্স সহ সরকারি ইমার্জেন্সি গাড়ি ব্যাতিত অন্য কোন গাড়িতে লাগানোর অনুমতি নেই।

১৩. প্রশ্নঃ ফগ লাইট ইউজ করলে কি মামলা হবে?

উঃ আমরা যারা হাইওয়ে বাইক চালাই বিশেষ করে শীতকালে ফগলাইট ব্যাতিত বাইক চালানো অসম্ভব।

  • ভুল গ্রেডের ইঞ্জিন অয়েল ইঞ্জিনের কতটা ক্ষতিকর

তবে আইন মোতাবেক ইম্পোর্টেড মোটরবাইকে পরিবর্তন, পরিবর্ধন আইন বহির্ভূত। তাছাড়া ফগ লাইট উল্টোপথের যানবাহনের জন্য সমস্যার কারন তাই পুলিশের এখানে কিছু করার নেই, আইন প্রয়োগ করতে গেলে ফগলাইটের জন্য আপনি মামলা প্রাপ্য।

১৪. প্রশ্নঃ আমার গাড়ি যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি কিংবা ভাই বা বাবার গাড়ি চালাই তাহলে কি মালিকানার মামলা হবে?

উঃ গাড়ি বিক্রি হলে বা ক্রয় করলে অবশ্যই মালিকানা পরিবর্তন করে নিতে হবে।আর উত্তরাধিকার সূত্রে প্রাপ্য হলে মালিকানা করে নেয়াই ভাল কারন আপনিই এটা আজীবন চালাবেন। ভাই বা বাবার গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা কনসিডার করি কারন এক গাড়ির মালিক তো আর ২/৩ জন হয়না। সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স সাথে রাখবেন গাড়ির কাগজ সহ। বড় ঝামেলা এড়াতে বাবা/ভাই এর গাড়ি চালানোর লিখিত অনুমতিপত্র নোটারি করে নিতে পারেন।

  • Motorcycle battery problem and solution

১৫. প্রশ্নঃ নিলামে বাইক কিনে কাগজ করা যায়? অনেকেই বলে করা যায়। আর নিলামকৃত বাইক কি রোডে চালানো যায়?

উঃ নিলামে বাইক ছাড়া হয় পার্টসগুলো ব্যবহারের জন্য। হাইকোর্ট কর্তৃক নিলামকৃত বাইক চালনা অবৈধ বিধায় রোডে চালানোর প্রশ্নই আসে না। যদি কেউ বলে থাকে ১০০% কাগজ করে দিতে পারবে তবে সে প্রতারণা করবে শিওর থাকেন৷

১৬. প্রশ্নঃ বর্ডার ক্রস বাইক কিনে কি কাগজ করা যায়।

উঃ না, কখনোই না।

হেলমেট পড়ুন,ট্রাফিক আইন মেনে চলুন, অন্যকেও মানতে সহযোগিতা করুন। আইনকে সম্মান করুন।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

কম খরচে দৈনিক বাইক মেইনটেন্যান্স টিপস – নতুন ও পুরাতন বাইকারদের জন্য গাইড

আগস্ট 23, 2025

বাইকের জন্য ফুয়েল এডেটিভ: কি, কেন এবং কখন ব্যবহার করবেন?

এপ্রিল 29, 2025

হ্যান্ডেল কাঁপে বা বাইক কাঁপে – এর পেছনের কারণ কী?

মার্চ 22, 2025

চেইন লুজ বা চেইন স্লিপ – কিভাবে বুঝবেন এবং সমাধান

মার্চ 20, 2025

সাম্প্রতিক লেখা

Champion of the Curves Season–2 সফলভাবে সম্পন্ন: শুধু রেসিং নয়, ছিল বাইকারদের মিলনমেলা

ডিসেম্বর 18, 2025

শীতকালে কোন ইঞ্জিন অয়েল ভালো? মিনারেল নাকি সিনথেটিক – বাইকারদের জন্য সম্পূর্ণ গাইড (2025

নভেম্বর 25, 2025

হাজারো রাইডারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইয়ামাহা বাইক কার্নিভ্যাল ২০২৫ | Yamaha Bike Carnival Bangladesh

নভেম্বর 12, 2025