


টায়ার মোটরসাইকেলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, এই যে আমরা বাইক চালাই তা কিন্ত এই টায়ারের উপর ভর করেই কিন্ত টায়ার বিষয়ে আমাদের রয়েছে প্রচুর উদাসীনতা।
আমাদের দেশে যে বাইকগুলো আসে তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত যে টায়ারগুলো স্টক টায়ার হিসেবে আসে সেগুলো এবং এর চেয়ে ভালো কোনো টায়ার কিনতে গেলে আপনি কোন ব্রান্ড এবং প্যাটার্ন পছন্দ করে কিনলে তা আপনার জন্য সবচেয়ে ভালো হবে সেটাই আজকের আলোচনার বিষয়।