Relationship between engine oil and oil filter
অক্টোবর 28, 2021
Views
Shares
মোটরসাইকেলের ইঞ্জিনের সঠিক রক্ষণাবেক্ষণ মোটরসাইকেলের স্থায়িত্তের মূল চাবিকাঠি। সমস্ত প্রস্তুতকারক তার বাইকের রক্ষণাবেক্ষণের কিছু মেন্টেনেন্স চার্ট দিয়ে থাকে। আপনার কাজ হল রেকর্ড করে রাখা যে নিয়মিত আপনার মোটরসাইকেলের সেই কাজ করা হয়েছে কিনা এবং কখন করা হয়েছিল। আপনার মোটরসাইকেলের জন্য প্রস্তুতকারকের রক্ষণাবেক্ষণের সময়সূচী অনুসরণ করা তা নিশ্চিত করবে যে এটি যান্ত্রিকভাবে সুরক্ষিত এবং পারফরমেন্স দিন দিন বাড়বে।
অয়েল ফিল্টার এর সাথে ইঞ্জিন অয়েলের যে সম্পর্ক তা সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
অয়েল ফিল্টার এর কাজ কি ?
অয়েল ফিল্টার হল বাইকের ইঞ্জিনে স্থাপিত অয়েল ছাকনি।
বাইকের ইঞ্জিন এর ভিতরের পার্টস ক্ষয় হইতে সৃষ্ট লৌহ কনা ও ক্লাচ প্লেট এর ক্ষয় জনিত উপাদান সমুহকে ইঞ্জিন অয়েল থেকে পরিশোধ করে ইঞ্জিন এর রিং , পিস্টন ও অন্যান্য পার্টস এ পরিষ্কার ইঞ্জিন অয়েল সরবারাহ করে ইঞ্জিনকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করে থাকে ।
- Komine Motorcycle Saddle Bags Reviews, Feature, Price, Unboxing and First Look!
- বাজেটের মধ্যে সেফটি গার্ড
ইঞ্জিন অয়েল কি?
ইঞ্জিন অয়েল হলো এক প্রকার খনিজ তেল যা মোটরসাইকেলে ব্যাবহার করা থাকি। অনেকের কাছে এটি মবিল নামে পরিচিত। ইঞ্জিন অয়েল মোটরসাইকেলের একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। ইঞ্জিন অয়েলের কাজ মোটরসাইকেল ইঞ্জিনকে পিচ্ছিল রাখা যাতে ইঞ্জিনের ভিতরের পার্টস সহজে মুভমেন্ট করতে পারে । এছাড়া ইঞ্জিন ঠান্ডা রাখতে ইঞ্জিন অয়েল সাহায্য করে। ইঞ্জিন অয়েলকে মূলত মোটর ওয়েল, ইঞ্জিন লুব্রিকেন্টবা ইঞ্জিন অয়েল নামে পরিচিত।
ফিল্টার ও অয়েলের সম্পর্ক
মোটরসাইকেলের ইঞ্জিন এর ভেতরের অধিকাংশ পার্টস গুলোর ধাতব পদার্থ। যখন বাইকের ইঞ্জিন সচল অবস্থায় থাকে তখন এই ধাতব পদার্থের অধিকাংশই একটা আরেকটার সাথে ঘুর্ণয়মান অবস্থায় থাকে।
আর এই অবস্থানের কারণে যেহেতু সেই পদার্থগুলো ধাতব পদার্থ এবং একটা আরেকটার সাথে ঘূর্ণায়মান এবং অবস্থায় থাকে তাই এদের ঘর্ষণের ফলে কিছু ধারণা এবং বিভিন্ন পদার্থের সৃষ্টি হয়।
ওয়ায়েল ফিল্টারের কাজ মূলত এই সমস্ত পদার্থ যাতে পুনরায় ইঞ্জিনে ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য অয়েল ফিল্টার এর বিভিন্ন ধাপ এবং খাজে এই পদার্থ গুলোকে আটকে দেয়া এবং পুনরায় একটা ফ্রেশ এবং পরিষ্কার বিশুদ্ধ অয়েল ইঞ্জিন এর ভেতরে প্রবেশ করানো।
আমাদের মধ্যে বাইক প্রেমি তাদের বাইকে ব্যবহৃত ইঞ্জিন অয়েল নিয়ে মোটামুটি সচেতন থাকেন। তারা চেষ্টা করেন কোম্পানীর নির্ধারিত গ্রেডের এবং সর্বোচ্চ মানের ইঞ্জিন অয়েল ইঞ্জিনে প্রবেশ করাতে।
কিন্তু ইঞ্জিন অয়েল ইঞ্জিন এর ভেতরে প্রবেশ করার পর এই অয়েল টাকে সমুন্নত রাখা এই অয়েল এর গুণগত মান ঠিক রাখার জন্য অয়েল ফিল্টার এর ভূমিকা অপরিসীম যে জায়গা গুলোতে আমাদের অবহেলা এবং অসচেতনতা দেখা দেয়।
মোটরসাইকেলের ইঞ্জিন কে ভালো রাখার জন্য ইঞ্জিন অয়েলের গুরুত্ব যতোটুকু ঠিক ততটুকুই অয়েল ফিল্টার এর গুরুত্ব আপনি যত ভালো মানের এবং ভালো গ্রেডের ইঞ্জিন অয়েল ইঞ্জিনে প্রবেশ করান না কেন আপনার এয়ার ফিল্টার টা যদি সেই মানের না হয়ে থাকে তাহলে দেখা যাবে ইঞ্জিন অয়েল এর ভেতরে তার দক্ষতা এবং ক্ষমতার সক্ষমতা সেটা প্রকাশ করতে পারছে না।
ইঞ্জিনে অয়েল এবং অয়েল ফিল্টার যদি ইঞ্জিনে ভেতরের সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারে তাহলে কি ঘটতে পারে?
প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনার ইঞ্জিনের ভেতরে ইঞ্জিন অয়েলের স্বাভাবিক যে কর্ম ক্ষমতা এবং দক্ষতা রয়েছে সেটা হ্রাস পাবে ফলে স্বাভাবিকভাবেই তৈলাক্ত এবং পিচ্ছিলতা দেওয়ার কথা ছিল সেটা সে দিতে পারবে না।
অয়েল ফিল্টার যদি সঠিক না হয় সে ক্ষেত্রে দেখা যাবে কয়েকশো কিলো পরেই অয়েল ফিল্টার টা নষ্ট হয়ে যাবে এবং ধাতব পদার্থ গুলো পুনরায় আবার প্রবেশ করতে শুরু করে দেবে যার দরুন ইঞ্জিনের সাউন্ড বেড়ে যাবে।
বাইকের ইঞ্জিন থেকে যদি অতিরিক্ত সাউন্ড আসে সে ক্ষেত্রে আপনার চালানোতে অস্বস্তি আসতে পারে আর এই অস্বস্তির কারণে আপনি রাস্তায় কোন ভুল করে ফেলতে পারেন।
ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার ইঞ্জিনে ভিতরে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারলে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হবে ইঞ্জিনের থেকে মাইলেজ কমে যাবে এবং।
YAMAHA R15 V3 Real User Feedback
আমাদের করণীয় কি?
প্রথমত আমাদের করণীয় হচ্ছে একটা অরিজিনাল এবং ভালো মানের সঠিক গ্রেডের অয়েল ফিল্টার নির্বাচন করা আপনার বাইকের জন্য। এরপরে সঠিক গ্রেডের এবং একটা সার্টিফাইড কোম্পানির ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিনের প্রবেশ করানো। প্রতিবারইইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় চেক করে দেখতে হবে।
আপনার বাইকের সাথে সরবরাহ করা ওনার্স ম্যানুয়ালে সঠিকভাবে লেখা আছে কত কিলোমিটার পর পর আপনার বাইকের জন্য অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে, সেটা ফলো করে নির্দিষ্ট সময় পরপর অয়েল ফিল্টার পরিবর্তন করবেন।