সময় যত গড়াচ্ছে দুইচাকার প্রইয়োজনিয়তা বাড়ছে। এই সময় এবং প্রয়োজনের সামঞ্জস্য করতে নিত্যনতুন টেকনোলজির আপডেটেড সব ফিচার সমৃদ্ধ বাইক আসছে বাজারে।
পাশাপাশি গ্রাহকের কাছে তার বাইক টা যেন দীর্ঘদিন ধরে একই রকম পারফর্মেন্স ধরে রাখতে পারে সেজন্য প্রস্তুতকারকদের থাকে নানা রকম চিন্তা-গবেষণা।
এরই ধারাবাহিকতায় তারা বিভিন্ন সময়ে মোটরসাইকেলের ইঞ্জিন সহ পুরো বাইক টাকে স্বাস্থ্যসম্মত রাখতে বিভিন্ন রকম প্রযুক্তি অথবা পণ্য নিয়ে আসছে আমাদের সামনে।
<a href="https://curiousbiker.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/" rel="noreferrer noopener" target="_blank">বাইকের মাইলেজ সমস্যা?</a> <a href="https://curiousbiker.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%95/">কেমন মেয়ে রাইডার কে ডেট করবেন?</a>
আজকে এরকমই একটি পণ্য নিয়ে আলোচনা করব। জানাতে চেষ্টা করবো কি সেই পণ্যটা কেন এটা আপনি ব্যবহার করবেন এবং ব্যবহার করলে এর ভালো এবং খারাপ দিক গুলো
আজকের আলোচনার বিষয় মোটরসাইকেল ইঞ্জিন কার্বন ক্লিনার।
কার্বন ক্লিনার কি?
কারপেট ক্লিনার হচ্ছে এমন একটি রাসায়নিক পদার্থ যেটা ইঞ্জিনে বিদ্যমান জমাকৃত কার্বন নিঃসরণে এবং ইঞ্জিনে প্রবেশ করা ফুয়েল এর কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।
বর্তমান সময়ে বাজারে সবচেয়ে জনপ্রিয় কার্বন ক্লিনারের নাম হচ্ছে PEA CARBON CLEANER, YAMAHALUBE
<a href="https://curiousbiker.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%95/">কিভাবে বাইকের মাইলেজ চেক করবেন?</a> <a href="https://curiousbiker.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9e%e0%a7%8d/" rel="noreferrer noopener" target="_blank">বাইক ইঞ্জিন ওয়েল ও কার ইঞ্জিন ওয়েল</a>
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে PEA এই জিনিসটা আবার কি
আমরা যে বাইকে জ্বালানি ব্যবহার করি সেটার মধ্যে অনেকগুলো অ্যাডিটিভ যুক্ত থাকে তার মধ্যে একটা এডিটিভ হচ্ছে PEA
যেটার কাজ মূলত জ্বালানির দক্ষতা বারানো সেইসাথে জ্বালন হওয়ার ফলে যে কার্বন গুলো ইঞ্জিনের মধ্যে জমা হয় সে কার্বন গুলো নিঃসরণ করা
আর জ্বালানি সিস্টেমের ক্লিনার গুলোতে মূলত অধিক মাত্রায় পলিথেরামাইন বা PEA থাকে এবং এটা একটা শক্তিশালী ক্লিনিং এজেন্ট।
<a href="https://curiousbiker.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%9c%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/">খুব সজেই ডিজিটাল নাম্বার প্লেট</a> <a href="https://curiousbiker.com/5-tips-for-new-motorcycle-rider/" rel="noreferrer noopener" target="_blank">5 Tips for new motorcycle rider</a>
এবার আসেন কার্বন ক্লিনারের মূল সুবিধা গুলো নিয়ে একটু আলোচনা করা যাক
কার্বন ক্লিনার নিয়ে ঘাটাঘাটি করবার সময় আমরা মূলত চারটা প্রধান সুবিধার কথা উপলব্ধি করতে পেরেছি এবং সেটা নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা করব
বেটার ফুয়েল এফিশিয়েন্সি
কার্বন ক্লিনারের মূলত প্রধান কাজই হচ্ছে আপনার বাইকের ফুয়েল এফিশিয়েন্সি বাড়ানো। যেহেতু এটার মধ্যে অধিক পরিমাণে জ্বালানির উপকরণ সংযুক্ত করা থাকে সুতরাং এটা যখন আপনি আপনার ফুয়েলের সাথে মিশ্রন করবেন এই ফুয়েল টা ইঞ্জিনে গিয়ে অধিক সময় ধরে বার্ন হওয়ার সুযোগ পাবে ফলে আপনার ইঞ্জিন আগে থেকে অধিক পরিমান শক্তি উৎপাদন করতে পারবে যেটা আপনার মাইলেজ বাড়াতে সাহায্য করব।
<a href="https://curiousbiker.com/motorcycle-wheels-why-pull-to-one-side/" rel="noreferrer noopener" target="_blank">বাইকের চাকা একদিকে টানে কেন?</a> <a href="https://curiousbiker.com/disk-brake-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/" rel="noreferrer noopener" target="_blank">Disk Brake তাড়াতাড়ি ক্ষয়ে যায় কেন</a>
ক্লিনার একজস্ট এমিশন
যেহেতু তার নাম কার্বন ক্লিনার সুতরাং আপনার নামের মাধ্যমে একটা বিশ্বাস করতে পারছেন যে এটা সাধারণত কার্বন ক্লিনিং করে।
হ্যাঁ আপনার ধারনা অনেকাংশেই সঠিক কার্বন ক্লিনার এর অন্যতম প্রধান কাজ হচ্ছে জলন এর ফলে যেসব কার্বন ইঞ্জিনের ভেতরে জমা হয় সেই কারণগুলোকে নিঃসরণ করা
<a href="http://5%20Motorcycle%20common%20problem">5 Motorcycle common problem</a> <a href="https://curiousbiker.com/best-scooter-in-bangladesh/" rel="noreferrer noopener" target="_blank">Best scooter in bangladesh</a>
ইঞ্জিন নয়েজ রিডাকশন
কার্বন কিনার মূলত ইন্ডিয়ার মধ্যে যে জ্বালানির কার্যক্রমগুলো হয় সেটাতে সরাসরি অংশগ্রহণ করে। যেহেতু কার্বন ক্লিনার এর মধ্যে অধিক পরিমাণে জ্বালানোর উপকরণ দেওয়া থাকে সুতরাং এটা ইঞ্জিনের মধ্যে যে জ্বলন কার্যক্রম টা হয় সেটা আরেকটু বেশি এবং আরেকটু সুন্দর করে করতে পারে সুতরাং ইঞ্জিনের যে অতিরিক্ত শব্দ হয় সেটা একটু বেশি স্মৃতি মধুর হয়।
<a href="https://curiousbiker.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a/" rel="noreferrer noopener" target="_blank">বাইকের কালার নষ্ট হয়ে যাচ্ছে?</a> <a href="https://curiousbiker.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%b9%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%87/" rel="noreferrer noopener" target="_blank">ব্রেক করলে বাজে শব্দ হয় কেন?</a>
ইঞ্জিন কম্পন
কার্বন কিনার ইঞ্জিনের মধ্যে জ্বালানির কাজে নিয়োজিত যেসকল পার্টসগুলো পরস্পর ঘর্ষণ এর মাধ্যমে শক্তি উৎপাদন করে কারণ ক্লিনার সেই ঘর্ষণ গুলোকে আরেকটু সহজ করে দেয় ফলে ইঞ্জিনের মধ্যে অতিরিক্ত যে কম্পন অনুভূত হওয়ার কথা ছিল সেটা কমে আসে।
<a href="https://curiousbiker.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%82/" rel="noreferrer noopener" target="_blank">স্পার্ক প্লাগ ক্লিনিং</a> <a href="https://curiousbiker.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/" rel="noreferrer noopener" target="_blank">ব্রেক কেলিপার পরিষ্কার</a>
এবার আসেন কিভাবে আপনি কার্বন ক্লিনার ব্যবহার করবেন সে সম্পর্কে ধারণা নেওয়া যাক।
সাধারণত কার্বন ক্লিনার গুলোর 50ml এর বোতল হয়ে থাকে এবং নিয়ম হচ্ছে 50ml বোতল আপনি দুই লিটার পেট্রোল অথবা অকটেন অথবা আপনি যে জ্বালানি ব্যবহার করেন সেটার সাথে ব্যবহার করবেন।
এবং এটা আপনি প্রতি তিন হাজার কিলোমিটার পর পর পুনরায় করবেন।
<a href="https://curiousbiker.com/%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%8f%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%95/" rel="noreferrer noopener" target="_blank">কখন এয়ার ফিল্টার চেইঞ্জ করবেন</a>
তো বন্ধুরা আজকের মত এখানেই আলোচনার সমাপ্তি। কার্বন ক্লিনার নিয়ে আপনার মনে যদি কোন প্রশ্ন থাকে বা এ সংক্রান্ত আপনি যদি অন্য কোন কিছু জানাতে চান সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই আর্টিকেলটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নিন তারাও এ বিষয়ে জানতে পারবে।