মোস্তোফা গ্রুপ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চ্যাম্পিয়ন লুব্রিকেন্টস বাজারজাত শুরু করেছে।
ইঞ্জিন অয়েল এমন একটি জিনিস যা ঘর্ষণ রোধ করে বাইকটি মসৃণভাবে চালনা করে ইঞ্জিন ঠান্ডা রাখে এবং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাইকের ইঞ্জিনে।
আর এই বিষয়গুলোকে মাথায় নিয়ে ও বিশ্ব মান বজায় রেখে বেলজিয়ামের চ্যাম্পিয়ান লুব্রিকেন্টস তাদের অয়েল গুলো বাজারজাত করে আসছে।
পৃথিবীর 90 টি দেশে তারা সফলতার সাথে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে সম্প্রতি মোস্তফা গ্রুপের হাত ধরে বাংলাদেশেও এই ইঞ্জিন অয়েল এর আত্মপ্রকাশ ঘটলো ।
দোসরা অক্টোবর ঢাকাস্থ একটি রেস্তোরাঁয় দেশের নামিদামি সব বাইকার মোটো ব্লগার সোশল অ্যাক্টিভিস্টস দের আমন্ত্রণ জানিয়ে তারা তাদের ইঞ্জিন অয়েল সাথে পরিচয় করিয়ে দেয়।
- agv k1 flavum 46 Price, Feature, full Bangla review
- What are the differences, advantages, disadvantages between Disc and Drum Brake?
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোস্তফা গ্রুপের এমডি জনাব ব্যারিস্টার মাসফিক রহমান বলেন
আমি আমার পরিবহনের জন্য একটা ভালো ইঞ্জিন অয়েল দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে আসছিলাম।
আমার পরিবহনে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহারের পরে চ্যাম্পিয়ন লুব্রিকেন্টস আমাকে সন্তুষ্ট করতে পেরেছে।
এ পড়ে আমি এই জিনিসটি উপলব্ধি করলাম আমি যদি আমার এই অভিজ্ঞতা এবং দক্ষতা এবং আমার যে সফলতা সেটা যদি আমি সবার মাঝে ছড়িয়ে দিতে পারি তাহলে বেশকিছু মানুষ উপকৃত হতে পারে।
সেই ধারণা এবং প্রচেষ্টা থেকেই সম্প্রতি আমরা মোটরসাইকেলের জন্য ইঞ্জিন অয়েল গুলো বাজারজাত শুরু করেছি।
আশাকরছি ভালো মানের পণ্য দিয়ে আপনাদের পাশে থাকতে পারবো।
উল্লেখ্য যে মোস্তফা গ্রুপ এর আগেই চ্যাম্পিয়ন পুবলিকেশনস উচ্চ যানবাহন বাস এবং ট্রাকের জন্য বাজারজাত করে আসছিল।
উক্ত অনুষ্ঠানে সরাসরি তিনি বাইকারদের সাথে মতবিনিময় করেন।
কিউরিয়াস বাইকার এর পক্ষ থেকে ইঞ্জিন অয়েল টির মান সমুন্নত রেখে একটি সুন্দর দাম নির্ধারণের অনুরোধ জানানো হয়।
আসুন এক নজরে দেখে নিই বাইকের জন্য ইঞ্জিন অয়েলের মডেল এবং তাদের দাম।
<table><tbody><tr><td>Model</td><td>Price (BDT)</td></tr><tr><td>MOTO HP4T 10W40 (Semi Synthetic)</td><td>750/-</td></tr><tr><td>MOTO HP4T 10W30 (Full Synthetic)</td><td>750/-</td></tr><tr><td>MOTO HP4T 20W50 (Mineral)</td><td>500/-</td></tr></tbody></table>