অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি

নভেম্বর 05, 2022

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি
একটি নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিংয়ের কোন অবস্থায় আছে সেটা জেনে নিতে এখন আপনাকে আর বিআরটিএ অফিসে যেতে হবে না।

BRTA Online Driving Licence Check in BD আপনার কাজকে অনেক সহজ করে দিয়েছে।

একটি নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিংয়ের কোন অবস্থায় আছে সেটা জেনে নিতে এখন আপনাকে আর বিআরটিএ অফিসে যেতে হবে না।

আপনি ঘরে বসেই Driving Licence সম্পর্কে জেনে নিতে পাববেন।

নিজে ঘরে বসে Driving Licence চেক করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DL <Space> Reference no এবং মেসজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।

For Example: DL DM 3M0D5 and send 26969. এরপর ফিরতিSMS এ আপনাকে ড্রাইভিং লাইসেন্সের বর্তমান স্টাটাস সম্পর্কে জানানো হবে।

ভুয়া ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায় – Fake Driving Licence Bd

কিছু অসাধু এবং অদক্ষ চালক নিজেদেরকে ড্রাইভার হিসেবে প্রমাণ করতে ভুয়া লাইসেন্স নিয়ে যানবাহন পরিচালনায় উৎসাহী হন এবং অন্যকে উৎসাহিত করেন।

এই সকল লোকদের থেকে সর্বদা জুড়ে থাকুন আপনি যখনই কোন গাড়ির জন্য ড্রাইভার নিয়োগ দিবেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে তবেই ড্রাইভারকে নিয়োগ দিবেন এমন কোন ড্রাইভার নিয়োগ দেবেন না যাদের ভুয়া ড্রাইভিং লাইসেন্স রয়েছে।