Best scooter in bangladesh

সেপ্টেম্বর 09, 2020

Best scooter in bangladesh

ঢাকা শহর একন এক ভয়াবহ ছোঁয়াচে রোগের কবলে আচ্ছাদিত। জানেন এই ভয়াবহ ছোঁয়াচে রোগটির নাম কী? ট্রাফিক জ্যাম!

এর থেকে বাঁচানোর জন্য একটি স্থায়ী গণপরিবহন অবকাঠামো তৈরি করা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে!

এই সময়ে আমাদের দেশে লিঙ্গভিত্তিক পৃথক পরিবহন সুবিধা যেমন মেয়েদের জন্য আলাদা রাইড শেয়ারিং অ্যাপ, মহিলা বাস, সাধারণ বাসে মহিলাদের জন্য আলাদা করা সিটিং সুবিধা ইত্যাদি একেবারে অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে।

Top 5 scooter in Bangladesh

TVS iQube ইলেকট্রিক স্কুটার আদ্যোপান্ত

একটি দুই চাকার বাহন, হোক সেটা বাই-সাইকেল, মোটর সাইকেল কিংবা একটি স্কুটার, ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় দ্রুতগতি ও স্বনির্ভর চলাচলের সেরা মাধ্যম হচ্ছে এটি! আর হ্যাঁ, ঢাকা শহরে, বিশেষ করে মেয়েদের স্বাধীন ভাবে চলাফেরার জন্য সবচেয়ে ভালো পরিবহন হচ্ছে এই স্কুটার!

চলুন দেখে নিই কিভাবে স্কুটার বাংলাদেশে মেয়েদের জন্য সেরা পরিবহন মাধ্যমে পরিণত হয়েছে এবং কিভাবে এগুলো ঢাকার মত মেগাসিটিতে সহজ ও ঝামেলামুক্ত ভাবে চলাচল করার জন্য মেয়েদেরকে সর্বোচ্চ স্বাধীনতা, নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে।

মেয়েদের জন্য স্কুটার

বাংলাদেশে এমন কিছু সামাজিক প্রথা রয়েছে, যেখানে একজন নারীকে ঘরের বাইরে যেকোন কিছুতে অংশগ্রহণ করার ব্যাপারে ব্যাপক ভাবে নিরুৎসাহিত করা হয়ে থাকে।

কিন্তু বর্তমানে এ অবস্থায় পরিবর্তন এসেছে, আজকাল ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় কিংবা আমাদের দেশের যেকোন প্রান্তে মেয়েরা স্টিয়ারিং হাতে নিয়ে গাড়ি চালাচ্ছে কিংবা দুই চাকার বাহন সগর্বে চালিয়ে বেড়াচ্ছে, এমন দৃশ্য আর বিরল নয়।

স্কুটার স্টার্ট সমস্যা

দুই চাকার বাহনে আরোহনকারী একটি মেয়ে, দৃশ্যটি এখন কেবল টিভির কিংবা সিনেমার পর্দায় সীমাবদ্ধ নয়! ঢাকার বেশির ভাগ রাস্তায় আজকাল গাড়ি, বাইসাইকেল, মোটর সাইকেল, স্কুটার ইত্যাদি বাহনে চালক হিসেবে নারীদের দেখা যায়।

আবার ব্যাপারটা এমন নয় যে স্কুটার কেবল মাত্র নারীরাই চালান, একটি নির্দিষ্ট সংখ্যার পুরুষ যাত্রীও দাপটের সাথে তাদের স্কুটার নিয়ে রাস্তায় চড়ে বেরান। স্কুটারের ব্যাপক জনপ্রিয়তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, এরা ব্যস্ত রাস্তায় যথার্থ পরিমানে জ্বালানী শক্তি ধারণ করতে পারে, ঘুরপথে চলাচলের ক্ষেত্রে যথেষ্ট জ্বালানী সাশ্রয়ী, ওজনে হালকা, চলাচলের জন্য অধিক উপযোগী ইত্যাদি।

স্কুটার রাইডিং টিপস

মেয়েদের জন্য স্কুটার গাড়ির তুলনায় অনেক বেশি সাধ্যের মধ্যে এবং একজন কর্মরত নারীর জন্য এটি অত্যন্ত উপযোগী। অতএব বোনেরা……ইতস্তত করার কোন কারন নেই, আপনারা যদি ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় চলাচলের সময় সমস্যায় ভুগে থাকেন তাহলে নির্দ্বিধায় নিজের জন্য একটি স্কুটি কিনে ফেলুন!

এটি কি সমাজে ‘**নারী** অগ্রগতির একটি মূর্তিমান প্রতীক’?

ঢাকা শহরে শত শত এবং হাজার হাজার নারী রয়েছেন যারা ম্যানেজমেন্ট সহ আরো বিভিন্ন উচ্চতর পদগুলোতে কাজ করছেন এবং রাইড শেয়ারিং অ্যাপ গুলো এই লাভজনক মার্কেটে পা রেখেছে এমন একটি রাইড শেয়ারিং সার্ভিস, যা নারীদের জন্য এবং যা চালাবেনও নারীরাই। এটি এই শহরের অন্যান্য মেয়েদেরকেও এই লাভজনক যাতায়াত সার্ভিসে অংশ নেবার সুযোগ করে দিয়েছে, যা থেকে তারা একটি ভালো পরিমান মাসিক উপার্জন করতে সক্ষম। নারী রাইডারদের রাইড শেয়ারিং সার্ভিসে অংশ নিয়ে অর্থ উপার্জন করাটা নারীদের জন্য আরো একটি অগ্রগতির নিদর্শন, যেহেতু এখানে তারা প্রচলিত রাইড শেয়ারিং সার্ভিসে অংশ নেয়া পুরুষ রাইডারদের মত সমান অধিকার ও সুযোগ পাচ্ছেন।

Motorcycle rainy season maintenance Brake, chain, key

একটি সাধারণ বাহন স্কুটার……অথচ এটি এখন আমাদের সমাজে নারীদের প্রগতি, উন্নতি এবং অগ্রগতির এক নিদর্শন হয়ে দাঁড়িয়েছে!

বাইসাইকেল, মোটর সাইকেল এবং স্কুটার বর্তমান পরিস্থিতিতে যাতায়াতের সবচেয়ে উপযুক্ত মাধ্যমে পরিণত হয়েছে, কিন্তু এটিই এর একমাত্র সমাধান হতে পারে না। তবে বর্তমানে জনগনের কাছে এটি সবচেয়ে বেশি সাশ্রয়ী এবং সময় বাঁচানো একটি অপশন।

Disk Brake তাড়াতাড়ি ক্ষয়ে যায় কেন

5 Motorcycle common problem