ABS নিয়ে যত প্রশ্ন
জুলাই 30, 2023
Views
Shares
ABS সারাবিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং নিরাপদ ব্রেকিং সিস্টেম হিসেবে গন্য হলেও আমাদের দেশে এবিএস নিয়ে অনেকেই বিস্তারিত জানেন না, অনেকের রয়েছে কৌতুহল আবার অনেকের বাইকে এবিএস থাকলেও তারা জানেন না এবিএস কাজ করছে কিনা অথবা এবিএস কাজ করছে কিনা তা বোঝার উপায় কি??
ABS সারাবিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং নিরাপদ ব্রেকিং সিস্টেম হিসেবে গন্য হলেও আমাদের দেশে এবিএস নিয়ে অনেকেই বিস্তারিত জানেন না, অনেকের রয়েছে কৌতুহল আবার অনেকের বাইকে এবিএস থাকলেও তারা জানেন না এবিএস কাজ করছে কিনা অথবা এবিএস কাজ করছে কিনা তা বোঝার উপায় কি??
জয়েন করুন ৫০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার
তাই আজকে শুধু এবিএস নিয়ে এমন কিছু তথ্য ও পরামর্শ শেয়ার করতে যাচ্ছি যা জানা আপনার জন্য খুবই জরুরি।
প্রথমেই ছোট করে বলে নিচ্ছি, এবিএস হলো এন্টিলক ব্রেকিং সিস্টেমের সংক্ষিপ্ত রুপ যার মানে হলো এই ব্রেকিং সিস্টেম থাকলে আপনি যত জোরেই ব্রেক চাপেন তাতেও চাকা লক হবেনা। এতে বাইক স্কিড করার সম্ভাবনা অনেক কমে যাবে, সেই সাথে বাইকটা নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে।
আপনার বাইকে যদি এবিএস সিস্টেমটা থাকে তাহলে সেটা ঠিকঠাক কাজ করছে কিনা তা নিয়েও অনেকে দ্বিধাদ্বন্দে ভোগেন। তবে যদি আপনি জানেন এবিএস সিস্টেম কিভাবে কাজ করে তাহলেও আপনি সহজেই বুঝতে পারবেন এবিএস কাজ করছে কিনা।
আরো পড়তে পারেন
মোটরসাইকেলের এবিএস সাধারণত দুই ধরনের হয়। ১। সিংগেল চ্যানেল, ২। ডুয়াল চ্যানেল। এবিএস সিস্টেমে থাকে একটা প্রেশার পাম্প, একটা রোটর, একটা সিগ্নাল সেন্সর এবং একটা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। চাকায় রোটর এবং স্পীড কাউন্টার সেন্সর লাগানো থাকে যার মাধ্যমে চাকার স্পীড সংক্রান্ত ডাটা কন্ট্রোল ইউনিটে যায় এবং যখন ব্রেক এপ্লাই করা হয় তখন কন্ট্রোল ইউনিট এবিএস পাম্প দ্বারা প্রয়োজনীয় প্রেশার ঠিক রেখে অতিরিক্ত প্রেশার রিলিজ করে দেয়, এতে ব্রেকিং ডিস্টেন্স কমে আসে এবং নিরাপদ ব্রেকিং নিশ্চিত হয়।
জয়েন করুন ৫০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার
এবার আসুন জেনে নেই কিভাবে বুঝবেন যে এবিএস ঠিকঠাক কাজ করছে না, কাজ না করার কারন এবং সলিউশন সম্পর্কে…
যদি আপনার বাইকে এবিএস থাকে তাহলে বাইকের মিটারে প্যানেলে ABS লেখা একটা হলুদ সাইন দেখতে পাবেন যেটা বাইক চলতে শুরু করলে অটোমেটিক নিভে যায়। এই লাইট নিভে যাওয়ার মানে হলো এবিএস এখন এক্টিভ। আর যদি দেখেন লাইটটা জ্বলেই আছে তাহলে বুঝতে হবে এবিএস কাজ করছে না।
এবিএস কাজ না করলে হার্ড় ব্রেক করলে চাকা লক হয়ে স্কিড করবে, তাই এবিএস লাইট জ্বলে থাকলে প্রথমেই চেক করতে হবে এবিএস মোটরের ফিউজ টা কেটে গেছে কিনা। অনেক সময় কেটে যাওয়া ফিউজ রিপ্লেস করে দিলে এবিএস পুনরায় কাজ করা শুরু করে। স্পীড কাউন্টার সেন্সর ঠিকঠাক রিডিং না দিলেও এবিএস কাজ করবে না৷ কন্ট্রোল ইউনিট অথবা এবিএস পাম্প নস্ট হলেও এবিএস কাজ করবে না। সেক্ষেত্রে পাম্প রিপ্লেস করতে হবে।
তবে এবিএস সিস্টেম চেক আপ এবং সার্ভিসের কাজটি অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে করাতে হবে। এবিএস নিয়ে কে কি কি সমস্যায় পড়েছেন আর কিভাবে সমাধান করেছেন তা কমেন্টে লিখে যেতে পারেন। এতে অনেকে উপকৃত হবে।
আরো পড়তে পারেন
ভিডিও অংকের হিসাবে খরচ কম কিসে, মিনারেল নাকি সিনথেটিক ?