মোটরসাইকেল চালাতে গেলে ভালো মানের সার্টিফাইড হেলমেট একটা অপরিহার্য সেফটি গিয়ার। তবে কেবলমাত্র তখনই একটা সার্টিফাইড হেলমেট সঠিকভাবে আঘাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে যখন হেলমেটটি সঠিক ভাবে আমাদের মাথায় ফিট হবে।
জয়েন করুন ৫০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার
যাইহোক, সর্বোচ্চ নিরাপত্তা এবং আরাম নিশ্চিত করার জন্য হেলমেটের সঠিক মাপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, আজকে আমরা আপনাকে আপনার সঠিক হেলমেটের আকার নির্ধারণের উপায় নিয়ে গাইড করবো। কিভাবে আপনি জানবেন কোন সাইজের হেলমেট টি আপনার মাথায় ফিট হবে?
সহজ কয়েকটা ধাপ অনুসরণ করলেই আমরা আমাদের মাথার সাইজ জানতে পারবো৷।
প্রথমেই আমাদের মাথা পরিমাপ করার জন্য প্রয়োজন হবে একটা ফ্লেক্সিবল টেপ। অর্থাৎ কাপড় মাপার জন্য আমরা যে মেজারমেন্ট টেপ বা ফিতা ব্যাবহার করি সেটা।
আরো পড়তে পারেন
এই ফিতা আমাদের সবার বাসাতেই থাকে। না থাকলে কিনে নিতে পারেন, ২০-২৫ টাকা দাম৷। ফিতার একপাশে ইঞ্চি এবং অপর পাশে সেন্টিমিটার থাকে।
আপনার মাথার প্রশস্ত অংশের চারপাশে টেপ ঘুরিয়ে মাপ নিন। প্রশ্বস্ত অংশ বলতে আপনার ভ্রু এবং কানের উপরে ১ ইঞ্চি জায়গা রেখে ফিতা ঘুরাবেন। এবার সেন্টিমিটার বা ইঞ্চিতে পরিমাপটি নোট করুন।
আপনি যে ব্রান্ডের হেলমেট কিনতে চান সেই ব্রান্ডের নাম ও সাইজ চার্ট লিখে গুগল করলেই সাইজ চার্ট পেয়ে যাবেন। এবার সাইজ চার্টের সাথে আপনার মাথার মাপটি মিলিয়ে নিন। উদাহরণস্বরুপ আপনার মাথার মাপ ৫৮ সেন্টিমিটার। হেলমেট সাইজ চার্টে দেখলেন ৫৮-৫৯ সেন্টিমিটার সমান L সাইজ। তার মানে L সাইজের হেলমেট আপনার মাথায় সঠিকভাবে ফিট হবে।
আরো পড়তে পারেন
বিভিন্ন ব্র্যান্ড এবং মডেলের ভিত্তিতে সাইজ কিছুটা আলাদা হতে পারে। তাই বেস্ট অপশন হলো হেলমেট শপে গিয়ে কেনার আগে হেলমেটটা মাথায় দিয়ে ট্রায়াল করে নেয়া৷
নামীদামী ব্রান্ডের কিছু বিশেষ হেলমেট সামঞ্জস্যযোগ্য ফিটিং সিস্টেমের সাথে আসে যাতে আরও বেশি কাস্টমাইজড ফিট করার সিস্টেম থাকে। যেমন LPC, air pump ইত্যাদি।
হেলমেট কেনার আগে হেলমেটটি মাথায় পরুন এবং আপনার মাথাটি আলতোভাবে এপাশ থেকে ওপাশে এবং উপরে নিচে নাড়ান। যদি মাথার সাথে হেলমেট নড়ে তাহলে ঠিক আছে। কিন্ত হেলমেট বা মাথা আলাদাভাবে অত্যধিক নাড়াচাড়া করলে বুঝে নেবেন হেলমেট টি লুজ, আবার বেশি টাইট হলেও হেলমেট আপনার জন্য অস্বস্তির কারন হবে।
পরিশেষে ছোট একটা টিপস দিচ্ছি, মুখে একটা চুইংগাম নিয়ে হেলমেট শপে যান, এবং হেলমেট পরুন। সঠিক মাপের হেলমেট পড়লে হেলমেটের ভিতর চুইংগাম চিবাতে আপনার কস্ট হবে। ঠিক তখনই বুঝে নেবেন এটাই আপনার জন্য সঠিক মাপের হেলমেট।
ভিডিও অংকের হিসাবে খরচ কম কিসে, মিনারেল নাকি সিনথেটিক ?