হেড লাইট ফ্ল্যাশিং বা আপার ডিপার ব্যবহারের নিয়ম কী
জানুয়ারি 06, 2024
Views
Shares
আপনি কি হাই বিম/ লো বীম এটার ব্যবহার সঠিক জানেন? কখন হাই বিম ব্যবহার করতে হবে কখন লো বিম ব্যবহার করতে হবে?
মোটরসাইকেল অথবা গাড়ির হেডলাইটে একটা ফিচার সব সময় থাকে নাম আপার/ডিপার অথবা হাই বিম/ লো বীম। আপনি কি হাই বিম/ লো বীম এটার ব্যবহার সঠিক জানেন? কখন হাই বিম ব্যবহার করতে হবে কখন লো বিম ব্যবহার করতে হবে? হয়তো এমন অনেক চালক পাওয়া যাবে যারা জীবনের অধিকাংশ সময়েই হাইবিম দিয়েই গাড়ি অথবা বাইকটা চালিয়ে ফেলেছেন। এটা একদিকে বাইক এবং গাড়ির জন্য যেরকম ক্ষতিকর সেরকম আইনত দণ্ডনীয় অপরাধ এবং অপরকে বিপদে ফেলার জন্য একটা ফাঁদ। তো চলেন আজকে আমরা আর্টিকেলের মাধ্যমে জানার চেষ্টা করব কখন আপনি হাই বিম চালাবেন আবার কখন লো বিম ব্যবহার করবেন।
জয়েন করুন ৬০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার
শহরের মধ্যে ব্যবহার
শহরের মধ্যে আপনাকে সব সময় লো-বিম ব্যবহার করতে হবে। শহরের মধ্যে গাড়ির দূরত্ব থাকে কাছাকাছি শহরের মধ্যে স্ট্রিটে লাইট থাকে। শহরের মধ্যে মানুষ এদিক সেদিক দিয়ে রাস্তা পার হয়। বিপরীত দিক থেকে যানবাহনের দূরত্বও থাকে অনেক কম। সেই সাথে রিকশা, পথচলা মানু্ মোটরসাইকেল এগুলোর আধিক্য থাকে বেশি। তাই শহরের মধ্যে সব সময় আপনার স্বল্প আলো বা লো-বীম ব্যবহার করতে হবে।
**হাইওয়েতে ব্যবহার **
হাইওয়েতে চলাচলের সময় যেহেতু গাড়ির দূরত্ব অনেক বেশি থাকে সুতরাং নিজের অবস্থান বোঝাতে এবং রাস্তা পরিষ্কারভাবে দেখতে সবসময় হাই-বিম ব্যবহার করতে হবে। তবে এখানে লক্ষ্য নিও ১৫০ মিটারের মধ্যে যদি কোন বাইক অথবা গাড়ি চলে আসে আপনার গাড়ির সামনে তখন আপনাকে হাই-বিম কমিয়ে লো-বিমে নিয়ে আসতে হবে।
আরো পড়তে পারেন
সিগন্যাল দেওয়া
বিপরীত দিক থেকে আসা যানবাহনকে আপনার অবস্থান বোঝাতে অথবা আপনি কোন যানবাহনকে ওভারটেক করতে চাচ্ছেন সেক্ষেত্রে হর্নে কাজ হচ্ছে না তখন আপনি বারবার হাই-বিম জ্বালিয়ে সিগনাল দিতে পারেন। সিগনাল দেওয়ার ক্ষেত্রে একটানা জ্বালিয়ে রাখা যাবে না। দুই থেকে তিনবার আপনি আপার/ডিপার করে সিগনাল পৌঁছাবেন। এতে কাজ না হলে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন তারপরে আবার দুই তিনবার সিগনাল পৌঁছাবেন।
মোড় নেবার সময়
সাধারণত ডিভাইডার বিহীন রাস্তায় মোড় নেবার সময় এই আপার ডিপার ব্যবহার করা সুবিধা জনক। যেসব রাস্তায় শুধুমাত্র রোড মার্কিং আছে কিন্তু রোড ডিভাইডার নাই সো সুতরাং বিপরীত দিক থেকে আসা যানবাহনকে আপনার অবস্থান পরিষ্কার করার জন্য আপনি বারবার আপার ডিপার ব্যবহার করবেন মোর নিবার সময়।
আরো পড়তে পারেন
ঘন কুয়াশা
শীতের সময় ঘন কুয়াশার ফলে রাস্তার দৃষ্টিভীমা কমে আসে। ফলশ্রুতিতে আপনার অবস্থান বোঝানোর জন্য এবং আপনার সীমা বাড়ানোর জন্য আপনি বাইকের ডিপার চালিয়ে রাখতে পারেন। রাস্তা যখন পরিষ্কার হচ্ছে তখন আবার ডিপার কমিয়ে লো-বিমে নিয়ে আসতে হবে।
শহরের মধ্যে সাধারণত ‘লো-বিম বা ডিপার বা মৃদুবিম’ ব্যবহার করা হয়। রাতে কাছাকাছি গাড়ি না থাকলে অর্থাৎ বেশিদূর পর্যন্ত দেখার জন্য হাইওয়ে ও শহরের বাইরের রাস্তায় ‘হাই বা আপার বা তীক্ষ্ম বিম’ ব্যবহার করা হয়। তবে, বিপরীতদিক থেকে আগত গাড়ি ১৫০ মিটারের মধ্যে চলে আসলে হাইবিম নিভিয়ে লো-বিম জ্বালাতে হবে। অর্থাৎ বিপরীতদিক হতে আগত কোনো গাড়িকে পাস/পার হওয়ার সময় লো-বিম জ্বালাতে হবে।
ভিডিও অংকের হিসাবে খরচ কম কিসে, মিনারেল নাকি সিনথেটিক ?