বাইকের কালার নষ্ট হয়ে যাচ্ছে?

আগস্ট 25, 2019

বাইকের কালার নষ্ট হয়ে যাচ্ছে?

পছন্দের কালারের বাইকটি কিনতে কতই না তোড়জোড়। প্রয়োজনে সপ্তাহ থেকে মাস খানিক অপেক্ষা যেন মামুলি ব্যাপার।

কিন্তু দেখা যাচ্ছে বছর খানিক চালানোর পড়ে বাইকের কালারের সেই যৌবন আর নেই। অথচ একই সাথে কেনা আপনার বন্ধুর বাইকের কালার যেন একদম নতুনের মত। তবে কি আপনি নকল বাইক কিনেছেন? নাকি কম্পানি আপনার সাথে দুনম্বরি করেছে?

না তেমন কিছুই না। বাইকের কালার নষ্ট হয়েছে আপনার অযত্নের কারনে। খুব সামান্য কাজ তবে নিয়মিত করতে পারলে আপনার বাইকের কালার থাকবে একদম নতুনের মত। কি সেই কাজ, চলুন জেনে নেই…

#সূর্যের আলোতে না রাখাঃ
সূর্যের আলোতে শুধু বাইকের কালার নয় সব ধরনের কালার জ্বলে যায়। আপনাকে যদি কোথাও খুব দীর্ঘ সময় ধরে বাইক পার্ক করে রাখতে হয় তবে অবশ্যই কোন ছায়া যুক্ত স্থানে রাখবেন। কোন অবস্থায় সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।

সরাসরি সূর্যের আলোতে বাইক রাখলে শুধু বাইকের কালার নষ্ট হয় তা নয়, বাইকের ফুয়েল গরম হয়ে কমে যাওয়া, ইঞ্জিন শুরু থেকেই অনেক গরম হওয়া সহ নানা বিধ সমস্যা হয়।

#নিয়মিত ওয়াশঃ
বাইক নিয়মিত ওয়াশ করলে বাইকের উপর ময়লা জমতে পারে না। চালানোর পরে বাইক ময়লা হলে একটা ভালো ওয়াশ দিবেন। তবে উচ্চ প্রেশার যুক্ত পাইপ দিয়ে বাইক ওয়াশ করবেন না। এতে বাইকের কালার হালকা হয়ে যায়। প্রয়োজনে সময় নিয়ে বাইক ওয়াশ করবেন।

প্রথমে পানি দিয়ে বাইক ভিজিয়ে ১/২ মিনিট অপেক্ষা করবেন। সকল ময়লা ভিজে গেলে সামান্য পানি দিলেই ময়লা পরিষ্কার হয়ে যাবে।

ওয়াশের পর শুকনো সুতি কাপড় দিয়ে বাইকের চকচকে অংশ গুলো ভালো মত মুছে দিবেন।

#পলিশ বেবহারঃ
একটা ভালো ওয়াশের পর বাইকটিতে উন্নতমানের পলিশ ব্যাবহার করতে পারেন। পলিশ বাইকের কালার দীর্ঘদিন চকচকে ও উজ্জ্বল রাখে। তবে অবশ্যই সেটি শুধু মাত্র বাইকের জন্য প্রস্তুত কৃত হওয়া চাই।

অনেকেই মনে করেন বাইক ও কার এর পলিশ একিই। না বাইকের রঙ এর ধরন আর গাড়ির রঙ এর ধরন আলাদা। গাড়ির টা বাইকে আর বাইকের টা গাড়িতে ব্যাবহার হিতে বিপরিত হতে পারে।

পলিশ ব্যাবহারেও সতর্ক থাকতে হবে। অনুমোদিত ব্রান্ড এর ভালো পলিশ ব্যাবহার করতে হবে। বেশি চকচকে করতে আবার বেশি বেশি পলিশ ব্যাবহার করা যাবে না।

#বাইক কভারঃ
ধুলোবালি বা বৃষ্টি হাত থেকে বাইককে রক্ষা করতে বাইক কভার এর বিকল্প নেই। দীর্ঘদিন বাইক কোথাও পার্ক করে রাখতে অবশ্যই বাইক কভার ব্যাবহার করবেন।

অনেক সময় নানান ধরনের মানুষ বাইকের বসে বাইকের বিভিন্ন জিনিস খুটাখুটি করে। অনেক সময় হাতের অংটি বা চুড়ি সাথে ঘষা লেগেও বাইকে দাগ পড়ে। আপনি বাইক কভার দিয়ে ঢেকে রাখলে এই বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন পাশাপাশি বাইকের কালার ও ভালো থাকবে।

#এন্টি রাশ স্প্রেঃ
ভিবিন্ন কারনে বাইকের রঙ চলের যাবার পরে যে জিনিশ টা ঘটতে থাকে তা হল, রঙ উঠে জাওয়া অংশে জং পড়তে থাকে। এই জায়গা গুলা সহ বাইকের যে অংশ গুলোতে জং পড়ার সম্ভাবনা আছে সেই যায়গা গুলোতে এন্টি রাশ স্প্রে ব্যাবহার করবেন। বাজারে অনেক ভালো ভালো এন্টি রাশ স্প্রে পাওয়া যায়। দেখে ভালো টা ব্যাবহার করবেন।

যেকোন বাইকের কালার তার প্রথম সৌন্দর্য। কালার ভালো না থাকলে অনেক ক্ষত্রে বাইক রাইড করতেও মজা লাগে না। তাই এই দিকে আমাদের নজর দিতে হবে।