বাইক চালানোর সময় যে কাগজ গুলা সাথে রাখবেন

আগস্ট 20, 2019

বাইক চালানোর সময় যে কাগজ গুলা সাথে রাখবেন

আজ কোন টিপস বা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব না। তবে আজকের আলোচলা টা খুব গুরুত্ত পূর্ণ।

বেশিরভাগ নতুন বাইকের ক্রেতা বাইকের সকল পেপার রেডি করেন বাইক হাতে পাবার পর। কিন্তু আমাদের উচিৎ বাইক বাসায় আনার আগেই বাইকের সকল পেপার তৈরি করা।

দিন দিন বাংলাদেশের আঈন কঠোর হচ্ছে, আর তা হচ্ছে বাইকার তথা দেশের ভালোর জন্য। নিয়ম মেনে সকল পেপার সাথে নিয়ে বাইক চালালে যেমন কোন প্রকার হয়রানী ছাড়া বাইক চালানো যায় আবার পাশাপাশি এই পেপার আপনার ও আপনার ভালোবাসার বাইকের নিরাপত্তা নিশ্চিত করে।

উদ্দেশ্য ছিল আজ শুধু বাইকের পেপার নিয়ে আলোচনা করবো, কিন্তু এর সাথে আরো কিছু বিষয় এসে যায়, যেমন …

# হেলমেট
দূরত্ব জত কাছেই হোক না কেন, বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধান করতে হবে। আপনার চেহারা মানুষকে দেখানো বা আপনার চুলের সুন্দরজ ঠিক রাখার চাইতে গুরুত্বপূর্ণ হল মাথাটাকে সুরক্ষা দেওয়া। একটা বিষয় খেয়াল করে দেখেছেন? বাইক চালানোর সময় সামান্য পোকা বা বিস্থির পানির ফোটা আপনার মুখে কত জোরে আঘাত করে। ওই অবস্থায় যদি আপনার মাথা কোন শক্ত বস্তুর সাথে আঘাত লাগে তবে কি হবে একবার ভেবে দেখেছেন ? তাই শুধু পুলিশের ভয়ে নয় নিরাপত্তার জন্য আপনি ও আপনার পিলিওয়ন হেলমেট পরিধান করুন।

#সম্পূর্ণ পোশাক
বাইক চলানোর সময় ফুল হাতা জামা ও ফুল প্যান্ট বাধ্যতামূলক। জারা পাঞ্জাবি পায়জামা পড়েন, চলবে। বেশির ভাগ সারজেন্ট এই বিষয়ে ছাড় দিয়ে থাকেন। তবে আস্তে আস্তে সব কিছুই কঠোর ভাবে মানা হচ্ছে। লং ট্যুর হলে সকল গিয়ার পড়ে নেওয়া ভালো।

# সু বা কেড্রস
বাইক চালানোর সময় সু বা কেড্রস পরা বাধ্যতামূলক। স্যান্ডেল পরে বাইক চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। আমি প্রায়শই দেখি অনেক বাইকার সু না পরার কারনে মামলার সম্মুখীন হয়।

# লাইসেন্স
মনে রাখবেন ওপরের তিনটা অনেক সার্জেন্ট মাফ করলেও লাইসেন্স না থাকার গুনা কোন সার্জেন্ট মাফ করবে না। বাইক চালানোর সময় রাইডারের জন্য লাইসেন্স সাথে রাখা একদম ফরজ।

এতো গেল আপনার নিরাপত্তার কথা। বাইকেরও কিছু নিরাপত্তা প্রয়োজন মামলার হাত থেকে বাঁচতে।

# রেজিস্ট্রেশন নাম্বার
ঝামেলাহিন ভাবে বাইক চালাতে বাইকের রেজিস্ট্রেশন নাম্বার খুব গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন নাম্বার বাইকের বৈধ অস্তিত্ব সাথে আপনার মালিকান নিশ্চিত করে। রেজিস্ট্রেশন ছাড়া বাইক চালালে, বাইক ডাম্পিং এ নেবার সম্ভাবনা ১০১%।

# ট্যাক্স টোকেন
ট্যাক্স টোকেনটি মূলত বাংলাদেশের রাস্তায় বৈধ ভাবে বাইক চালানোর অনুমতি পত্র। সহজ ভাষায় বললে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ ভাবে বাইক চালানোর জন্য সরকার কে যে ট্যাক্স দেওয়া হয় তার রসিদ।

# ইনস্যুরেন্স
ইনস্যুরেন্স বাইকের জন্য রক্ষা কবজ। বাংলাদেশর আইন অনুযায়ী রাস্থায় বৈধ ভাবে বাইক চালাতে বাইকের ইনস্যুরেন্স বাধ্যতামূলক।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নিরাপদ চলাচল এবং এটি নিশ্চিত করার জন্য আপনি যেখানেই বাইক চালান না কেনো আপনাকে ট্রাফিক আইন এবং নিয়মকানুন মেনে চলতে হবে এবং অবশ্যই নিরাপত্তার জন্য মোটর সাইকেল সেফটি গিয়ার গুলো পড়ে নিবেন। বাইক চালানোর সময় অযথা ঝুঁকি নেবেন না এবং নিজের নিরাপত্তার পাশাপাশি আশেপাশের মানুষদের নিরাপত্তার কথাও বিবেচনা করবেন।