বাইক ওয়াসের সময় লক্ষনিয়

অক্টোবর 06, 2019

বাইক ওয়াসের সময় লক্ষনিয়

বাইক আমাদের যতটা পছন্দের তেমনি ঠিক ততটাই অপছন্দের বাইক ওয়াশ এর কাজ টা। বাইক ওয়াশের জন্য যে জিনিষ টি আমাদের সবচেয়ে বেশি দরকার তা হল পর্যাপ্ত সময়। কারন সময়ের অভাবে আমরা বাইকটিকে ঠিকমতো পর্যবেক্ষণ করতে পারি না।

বাইক ওয়াশের সময় সুধু ময়লা পরিস্কার নয়, বাইকের সকল জয়েন্ট ঠিক আছে কিনা, সর্বোপরি বাইকটি সঠিক অবস্থায় আছে কিনা তা ভালো ভাবে পরিক্ষাকরে দেখা।

মুলত বাইক ওয়াস বাইকের জন্য খুব গুরুত্ব পূর্ণ। বাইক কিছু কাজ আছে যা আপনাকে অবশ্যই করতে হবে আবার কিছু কাজ আছে যা থেকে আপনাকে বিরত থাকতে হবে।

বাইক ওয়াশের সময় যে সকল বিষয়ের দিকে কড়া নজর রাখতে হবে চলুন, সে সম্পর্কে আলোচনা করা যাক…

# গরম অবস্থায় ওয়াশঃ
ড্রাইভ করে এসেই বাইক ওয়াস করবেন না। এটা বাইকের ইঞ্জিনের জন্য খুবিই বিপদজনক। এই ব্যাপারে বস্তারিত জানতে আপনি এই আর্টিকেল টি পড়তে পারেন।

# ডিটারজেন্টঃ
বাইক ওয়াশের জন্য তৈরি নয় এমন cleaning products এড়িয়ে চলুন। কারণ তাতে কঠোর ডিটারজেন্ট বা রাসায়নিক সলভেন্ট থাকতে পারে যা আপনার বাইকের ধাতব রঙ ও প্লাস্টিকের ক্ষতি করতে পারে।

# প্রেশার স্প্রেঃ
উচ্চ চাপ যুক্ত স্প্রে ব্যবহার করবেন না। এটা আপনার মোটরসাইকেলর ক্ষতি করতে পারে। বাইকের রং উঠে যাবার অন্যতম কারণ এটি, বিশেষ কোরে পুরাতন বাইকের ক্ষেত্রে বেশি বিপদজনক।

# স্পার্ক প্লাগঃ
নিয়মিত স্পার্ক প্লাগ পরিষ্কার একটা ভালো অভ্যাস। বাইক ওয়াসের সময় স্পার্ক প্লাগটিও পরিষ্কার করে নিতে পারেন। তবে কোন ভাবেই পানি লাগানো যাবে না। ফুয়েল ও শুকনো কাপর দিয়ে পরিষ্কার করবেন। বিস্তারিত জানতে এই খানে ক্লিক করুন।

# হেডলাইটঃ
নিজে ওয়াশের সময় আমরা বেশি উত্তেজিত থাকি। মনে হয়ে কাপড় কাচার মত জদি বাইক টাকে ধুতে পারতাম তবে ভালো হত। না এই কাজ করা যাবে না।

বাইক ওয়াশের সময় বাইকের মিটার পেনেল এ সরাসরি পানি দেওয়া যাবে না। মিটার পেনেল এর আশে পাশে বিভিন্ন ছিদ্র বা ফাঁকা দিয়ে হেডলাইটে পানি ঢুকে যেতে পারে।

# ফিল্টারঃ
বাইক ওয়াশের সময় এয়ার ফিল্টার টা ভাল মত পরিষ্কার করে নিবেন। এতে এয়ার ফিল্টার সহ বাইকের পারফর্মেন্স ভালো থাকবে।

তবে কোন ভাবেই পানি বা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা যাবে না। উচ্চ চাপ যুক্ত বাতাস দিয়ে পরিষ্কার করবেন।

এছাড়াও বাইক ওয়াশের সময় হর্ন, ব্যাটারি ইত্যাদি তে পানি লাগানো যাবে না। আর পানি লেগে গেলেও না শুকানো পর্যন্ত বাইক স্টার্ট করবেন না। ভেজা অবস্থায় স্টার্ট করলে লাইন জ্বলে যেতে পারে।

বাংলাদেশে বিশেষ করে বর্ষাকালে বাইক বেশি নোংরা হয়। সময়-সুযোগ অনুযায়ী সপ্তাহে একবার হলেও বাইক ধোয়া উচিত। দীর্ঘদিন কাদা-বালি লেগে থাকলে বাইকের বিভিন্ন যন্ত্রাংশে মরিচা পড়ে। এটা বাইকের জন্য বেশ ক্ষতিকর।