ট্যাক্স টোকেন ইস্যু ও নবায়ন খুব সহজে

জুলাই 22, 2019

ট্যাক্স টোকেন ইস্যু ও নবায়ন খুব সহজে

ভালোবাসার বাইকটি নিয়ে রাস্তায় গতির ঝড় তুলতে যে কয়েকটি কাগজ আপনাকে সাথে রাখতে হবে তার মধ্যে অন্যতম হল এই ট্যাক্স টোকেন।

ট্যাক্স টোকেনটি মূলত বাংলাদেশের রাস্তায় বৈধ ভাবে বাইক চালানোর অনুমতি পত্র। সহজ ভাষায় বললে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ ভাবে বাইক চালানোর জন্য সরকার কে যে ট্যাক্স দেওয়া হয় তার রসিদ।

কিভাবে করবেন?
মোটরবাইকের ট্যাক্স টোকেনে বৈধতার মেয়াদ থাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। এই মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে নতুন ট্যাক্স টোকেন ইস্যুর জন্য আবেদন করতে হয়। আবেদনকারীকে নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ট্যাক্সের জন্য নির্ধারিত টাকা পরিশোধ করতে হয়। এর আগে পূর্বের ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর কপি, টিআইএন এর কপি ও প্রয়োজনীয় ফি প্রদান করলে ব্যাংক কর্তৃক নতুন ট্যাক্স টোকেন প্রদান করা হয়।

ফি কত?
মোটরযানের ট্যাক্স টোকেন ফি সিট সংখ্যা ও বোঝাই গাড়ির ওজন ইত্যাদির ওপর ভিত্তি করে নির্ধারণ করা রয়েছে যার হার বিআরটিএর ওয়েবসাইটে রয়েছে।

মোটরবাইকের জন্য বছর প্রতি ১১৫০ টাকা, এক সাথে ২ বছরের ট্যাক্স ২৩০০ টাকা দিতে হয়।

কি কি পেপার জমা দিবেন?
১। মোটরযান রেজিস্ট্রেশনের সয়ম ১ম ট্যাক্স টোকেন বিআরটিএ কর্তৃক ইস্যু করা হয়।

২। পরবর্তীতে পূর্বের ইস্যুকৃত ট্যাক্স টোকেন সার্টিফিকেট (মূল কপি)।

সেবা না পেলে ?
এই সংকারন্ত কোন হয়রানির সম্মুখীন হলে বা সেবা না পেলে আপনি সংশ্লিষ্ট সার্কেল এর সহকারী পরিচালক বা বিভাগীয় উপ-পরিচালক বা পরিচালক বরাবর অভিযোগ করবেন।