উইন্ডশীল্ড এর সুবিধা

সেপ্টেম্বর 28, 2019

উইন্ডশীল্ড এর সুবিধা

দিন দিন মোটরসাইকেলের জনপ্রিয়তা বেড়েই চলেছে। মোটরসাইকেলের বিশেষত্ব অন্য কোন যানবাহনে নেই। অ্যাক্সিডেন্টের কথা বাদ দিলে মোটরসাইকেল সত্যিই একটি অতি প্রয়োজনীয় জিনিস।

কারের চেয়ে ফুয়েল খরচও অনেক কম। চলতে যায়গা কম লাগা, আর দ্রুত গতিতে পৌঁছানো ইত্যাদি নানান সুবিধার কারনে মোটরসাইকেল এর জনপ্রিয়তা বেড়েই চলছে দিন দিন।

আপনার মোটরসাইকেল যাত্রা কে আরো নিরাপদ করতে প্রতিনিয়ত নানান জিনিস সংযোজন হচ্ছে। উইন্ডশীল্ড তাদের মধ্যা অন্যতম। আজ আমরা আলোচনা করবো উইন্ডশীল্ড এর সুবিধা ও প্রয়োজনিয়তা সম্পর্কে।

আধুনিক যুগে রাইডারেরা উইন্ডশীল্ড ব্যাবহার করতেই চান না। অনেকে এটাকে বুড়োদের বাইকের পার্টস বলে মজা করেন। আসোলে এর যে সুবিধা টা বুড়োদের জন্য যেমন তেমনি ইয়াংদের জন্যও তেমন।

তো চলুন মোটরসাইকেল উইন্ডশীল্ড নিয়ে সামান্য আলোচনা করা যাক…

# আরাম এবং খারপ আবহাওয়া থেকে সুরক্ষাঃ উইন্ডশীল্ড গ্রীষ্মের গরম বাতাস আর শিত কালে শরীর হিম করা বাতাস থেকে রাইডার কে রক্ষা করে। প্রচণ্ড বৃষ্টিতে বৃষ্টি ফোঁটা একেক টা তিরের ফলার মত শরিরে লাগে। এই ভাবে চলা খুব কঠিন, একই সাথে এটি আপনাকে এই রকম কঠিন বৃষ্টি থেকে রক্ষা করে।

# বায়ু সুরক্ষাঃ উইন্ডশীল্ড ব্যাবহারের সবচেয়ে বড় সুবিধা হল বাইক চালানোর সময় বাতাসের ধাক্কা থেকে মুক্তি। বাইক চালানোর সময় বাতাদের ধাক্কা খুব বিরক্তিকর। বাতাসের সাথে লেগে থাকা ময়লা জামা কাপড়ে লেগে ময়লা হয়ে যায়। অনেক সময় প্রয়োজনে বড় গাড়ির পেছনে চলতে হয়, ফলে বড় গাড়ির চাকা থেকে ছোট ছোট ইটের কনা শরীরে এসে লাগে। কনা গুলা ছোট হলেও গতির কারনে আঘাত লাগে প্রচুর।

# পোকা মাকড়ঃ বিশেষ করে রাতের বেলায় সবচেয়ে বেশি এই সমস্যাটি হয়। যানবাহনের হেড লাইটের আকর্ষণে বিভিন্ন পোকা মাকড় রাস্তার মাঝখানে ওড়াউড়ি করে। দ্রুত গতি থাকার দরুন এই সব পোকা অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন অংশে লেগে মরে আটকে থাকে। বিশেষ করে হালফ হাতা জামা পরলে সবচেয়ে বেশি এই সমস্যাটি হয়। উইন্ডশীল্ড থাকলে এই সমস্যাটি হবার সম্ভাবনা নেই।

# এনার্জি লস কমায়ঃ এক গবেষণায় দেখা গেছে লং রাইডের সময় জার বাইকে উইন্ডশীল্ড ইন্সটল করা আছে সে জার বাইকের নেই তার তুলনায় কম ক্লান্ত হয়েছেন। এর কারন হচ্ছে আপনি জখন উইন্ডশীল্ড ছাড়া বাইক চালাচ্ছেন তখন বিপরিত দিক থেকে আসা বাতাস কে মোকাবেলা করতে আপনাকে আলাদা ভাবে শক্তি প্রয়োগ করতে হচ্ছে। এতে আপনার এনার্জি লস হচ্ছে, আপনি অন্যদের তুলনায় তাড়াতারি ক্লান্ত হয়ে পড়ছেন।

# পিঠে, ঘাড় এবং কাঁধের ব্যথা হ্রাসঃ উইন্ডশীল্ড না থাকার কারনে আপনি বাতাস থেকে রক্ষাপেতে প্রতিনিয়ত মাথা এদিক সেদিক নড়া চড়া করতে থাকবেন। আর তিব্র বাতাসের ধাক্কা তো আছেই। লম্বা সময় রাইড করার কারনে আপনার মাথা বা ঘাড় বেথা হতে পারে।

আছাড়াও আরো অনেক সুবিধা আছে যেমন, বাতাসের কারনে কানের দুপাশে যে শব্দ হইয় তা থেকে মুক্ত থাকা যায়, হেলমেট বাফারিং করে না ইত্যাদি।