Honda CB150X সবচেয়ে ছোট অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক

নভেম্বর 13, 2021

Honda CB150X সবচেয়ে ছোট অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক

Honda ইন্দোনেশিয়ার একটি আর্ন্তজাতিক অটো শো (GIIAS)-তে তাদের সবচেয়ে কম ইঞ্জিন ক্যাপাসিটির অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল, CB150X সামনে এনেছে। CB150X, ভারতে উপলব্ধ CB200X-এর ছোট ভাই হিসেবেই সম্বোধন করা যেতে পারে।

CB200X-এর মতো CB150X-এর চেহারা একটি রোড-ফোকাসড ট্যুরিং মোটরসাইকেলের মতো। অ্যাঙ্গুলার হেডল্যাম্প, বাতাসের ধাক্কা আটকাতে যথেষ্ট লম্বা উইন্ডস্ক্রিন, সেমি-ফেয়ারিং, মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক, এবং পুলড-ব্যাক হ্যান্ডেলবার সহযোগে এসেছে Honda CB150X।

CB150R Streetfire থেকে নেওয়া ১৪৯ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন এতে দেওয়া হয়েছে, যা ১৬.৯ পিএস শক্তি ও ১৩.৮ এনএম শক্তি উৎপন্ন করে। একইসঙ্গে রয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্স। যদিও Honda CB150X মডেলটি একইরকম পাওয়ার দেবে কিনা, তা খোলসা করা হয়নি।

ইন্দোনিশায়াতে হন্ডা সিবি১৫০ এক্স-এর দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১.৮০ লক্ষ টাকা। জেহেতু ইন্দোনিশায়াতে লঞ্চ হয়েছে সিবি১৫০ তাই ধারনা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশে পাওয়া জেতে পারে। যদিও কোম্পানির তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

তথ্য সুত্রঃ techgup