Hero Electric AE-47 review

ফেব্রুয়ারি 11, 2020

Hero Electric AE-47 review

ইলেকট্রিক মোটরসাইকেলের জন্য সম্প্রতি নতুন এই ব্র্যান্ড তৈরি করেছিল Hero। সম্প্রতি সামনে এসেছে নতুন Hero Electric AE-47। সম্পূর্ণ ইলেকট্রিকে চলবে এই মোটরসাইকেল। বিভিন্ন বিদেশী কোম্পানির কাছ থেকে যন্ত্রাংশ আমদানি করে এই মোটরসাইকেল তৈরি করেছে Hero Electric। ভারতে 1.25 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকা দামে AE-47 বিক্রি হবে।

লঞ্চের সময় Hero Electric-এর ম্যানেজিং ডিরেক্টর নবীন মঞ্জাল বলেন, “প্রিমিয়াম সেগমেন্টে আমরা এই মোটরসাইকেল লঞ্চ করছি। বিদ্যমান গ্রাহকরা AE-47 -এ আপগ্রেড করতে পারেন। প্রায় 100 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারবে এই হাই পারফর্মেন্স ইলেকট্রিক মোটরসাইকেল।”

Hero Electric AE-47-এ রয়েছে একটি 4,000 W ইলেকট্রিক মোটর। সর্বোচ্চ 85 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটবে এই ইলেকট্রিক মোটরসাইকেল। থাকছে একটি 48V/3.5 kWh পোর্টেবল লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে চার ঘণ্টা সময় লাগবে। দুটি মোডে এই AE-47 চালানো যাবে। এক চার্জে 160 কিমি পর্যন্ত চলবে এই মোটরসাইকেল। 0-100 কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে সময় লাগবে 9 সেকেন্ড। একটি মোবাইল অ্যাপের সঙ্গে এই ইলেকট্রিক মোটরসাইকেল কানেক্ট করা যাবে। থাকছে GPS, GPRS, রিয়েল টাইম ট্র্যাকিং ও জিওফেন্সিং।

সূত্রঃ ndtv.com