Disk Brake তাড়াতাড়ি ক্ষয়ে যায় কেন

জুলাই 04, 2020

Disk Brake  তাড়াতাড়ি ক্ষয়ে যায় কেন

ব্রেক যে কোন যানবাহনের জন্য গুরুত্ব পূর্ণ। ব্রেক ছড়া যানবাহন অচল। এই ব্রেক যানবাহনের আরোহীদের নিরাপদ রাখে। বাইকের বেলায় ও তাই। বরং বাইকে সবচেয়ে বেশি ব্রেকের ব্যাবহার হয়।

আর তাই নিয়মিত ব্রেক পরিচর্যা করতে হয়। কিন্তু বিপত্তি ঘটে যখন স্বাভাবিক সময়ের আগেই ব্রেক পেড ক্ষয়ে যায় বা নষ্ট হয়ে যায়। যেহেতু ব্রেক পেড পরিবর্তন করা সময় সাপেক্ষ ও ঝামেলার কাজ তাই এটা একটা বাড়তি বিড়ম্বনা।

সাধারনত ব্রেক পেড তাড়াতাড়ি নষ্ট হয় বর্ষকালে। গরমের দিনে এর প্রভাব টা একটু কম।

বেশ অনেকগুলো কারনে বাইকের ব্রেক পেড স্বাভাবিকের আগেই ক্ষয়ে যায়। তার মধ্যে সবচেয়ে বেশি যে কারন টা দায়ি তা নিয়ে আমাদের আজকের আলোচনা

# ডিস্কে বালু ঢুকলে
জত গুলো কারনে বাইকের ডিস্ক ব্রেক প্যাড ক্ষয়ে জায় তাড়াতাড়ি, তার মধ্যে সবচেয়ে বেশি এই কারন টা দায়ি। আমাদের সবার নজর থাকে বাইকের চকচকে অংশ গুলার দিকে। বাইক চালানোর আগে বা পরে আমরা এই অংশ গুলা মুছে পরিষ্কার করে রাখতে পছন্দ করি। কিন্তু ব্রেকের বেলায় বেশির ভাবেরি নজর দেওয়া হয় না। দেখবেন ব্রেকে হাত দিলে কালো একধরনের ময়লা হাতে লাগে।

সাধারনত বাইক্ পার্ক করে রাখলে ধুলা বেশি পরে। তাই বাইক স্টার্ট দেবার আগে ও পরে একবার মুছে নিলেই এই বিপত্তি থেকে রক্ষা পাওয়া সম্ভব।

# ডিস্ক বেশি টাইট হলে

ডিস্ক ব্রেকের একটা সঠিক মাপ থাকে। এর বেশি টাইট হলে যেমন বাইকের চালার স্বাভাবিক ঘূর্ণি বাধা গ্রস্ত হয় পাশা পাশি মাইলেজ কমতে থাকে, ইঞ্জিনের উপর অতিরিক্ত প্রেশার পরে। সর্বোপরি বাইকের ব্রেক প্যাড তাড়াতাড়ি ক্ষয়ে যেতে থাকে।

# ব্রেক প্যাড সঠিক ভাবে এডজাস্ট না হলে
ব্রেক প্যাড জদি সঠিক ভাবে এডজাস্ট না হয় তবে দেখা যাবে ব্রেক লিভার প্রেস করলে কাজ করতে চাইবে না। না আপনি ব্রেক লিভার ছেড়ে দিলেও, প্যাড আগের স্থানে ফেরত না এসে ডিস্কের সাথে লেগে থাকবে। এতে ঘর্ষণের কারনে প্যাড ক্ষয়ে যাবে।

# ডিস্ক বেশি পুরোনো হয়ে গেলে

আমরা যে কাজ টা করি তা হল সামান্য টাকা বাঁচাতে গিয়ে অনেক বেশি ক্ষতি করে ফেলি। দেখা জায় সার্ভিস এর সময় ব্রেক প্যাড পালটিয়ে ফেলতে বলেন সার্ভিস ম্যান। কিন্তু আমরা আরেকটু বেবহার করতে চাই। ফলে কি হয়, প্যাডের সাথে জুক্ত লোহা বাইকের ডিস্কের সাথে লেগে ডিস্ক ক্ষয়ে জায়।

এতে ডিস্ক ক্ষয়ে অমসৃণ হয়ে জায় পরে নতুন ব্রেক প্যাড লাগালে ডিস্ক অমসৃণ থাকার কারনে ব্রেক প্যাড তাড়াতাড়ি ক্ষয়ে যায়।

# ব্রেক ওয়েল
নতুন ব্রেক প্যাড লাগানোর সময় বা কোন কারনের ব্রেক ওয়েল নির্দিষ্ট মাত্রার চেয়ে কমে গেলে এই সমসসা টি হতে পারে। তখন ব্রেক লিভার প্রেস করলে অতিরিক্ত প্রেশার দিতে হবে, এতে সাভাবিকের চেয়ে বেশি চাপ পড়বে ডিস্কে ফলে আস্তে আস্তে ব্রেক প্যাড ক্ষয়ে যাবে।

আমরা সব সময় বলি, বাইক বাঁচে যত্নে। আপনার বাইক যত ভালো ব্যান্ডেরি হোক না কেন, আপনি সঠিক ভাবে পরিচর্যা না করলে তা টিকবে না। বাইকটিকে যত্ন নিন, বাইকটিকে তার সরবচ্ছ দেবার সুযোগ করে নিন।